• ঢাকা
  • শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৫ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মাঝ নদীতে আটকে পড়া ফেরি ১২ ঘণ্টা পর উদ্ধার


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৪, ০৩:৫২ পিএম
মাঝ নদীতে আটকে পড়া ফেরি ১২ ঘণ্টা পর উদ্ধার

পদ্মা নদীর নাজিরগঞ্জ-ধাওয়াপারা রুটে ডুবো চরে আটকে ♊পড়া একটি ফেরি ১২ ঘণ্টা পর উদ্ধার করেছে বিআইডাব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ।

শুক্রবার (২৩ ফেব্൲রুয়ারি) সকাল ৯টার দিকে ফেরিটিকে ধাওয়াপ🃏ারা ঘাটে নিয়ে আসা হয়।

এর আগে বৃহস্পতিবার (২২ ফেব্রুয🧜়ারি) রাতে ১০টি গাড়ি ও বেশ কয়েকজন যাত্রী নিয়ে নাজিরগঞ্জ ঘাট থেকে যাত্রা শুরু করে ফেরিটি। পরে রাত সাড়ে ৮টার দিকে নদীর মাঝ পথে সেটি আটকে যায়।

ডুবো চরে আটকে পরা ফেরির যাত্রী ও যানবাহনের কোনো ক্ষয়ক্ষতি হয়ন♊ি বলে জানিয়েছেন ঘাট কর্মকর্তারা।

বিআইডাব্লিউটিসি নাজিরগঞ্জ-ধাওয়াপারা রুটের ম্যানেজার মো. মহিউদ্দিন রাসেল বলেন,🌸 ফেরিটি রাত সাড়ে ৮টার দিকে নদী পথের মাঝপথে ডুবো চরে আটকা পড়ে। মূল চ্যানেল থেকে ৫০ ফিট দূরে সরে যাওয়ায় ফেরিটি ডুবো চরে আটকে পড়ে বলে জানান তিনি।

মহিউদ্দিন রাসেল বলেন, খবর পেয়ে উদ্ধারকারী জাহাজ ক্ষণিকা ও༒ উদ্ধারকারী টাগবোট ১২ ঘণ্টা পর শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ফেরিটিকে ধীরে ধীরে ধাওয়াপারা ঘাটে টেনে নিয়ে আসে। তবে 🔯ফেরির কোনো যাত্রী বা যানবাহনের ক্ষতি হয়নি।

গত কয়েকদিনে পদ্মায় পানির প্রবাহ কমে যাওয়🌳ায় নদীতে নাব্যতা সংকটের সৃষ্টি হওয়ায় ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে। ইতোমধ্য♕ে নাজিরগঞ্জ-ধাওয়াপারা রুটে ড্রেজিং শুরু হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

Link copied!