বরগুনার পাথরঘাটায় ‘এফবি মারিয়ার’ ট্রলারে করে বঙ্গ𒉰োপসাগরে মাছ ধরার সময় হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে চারদিন ধরে ট্রলারসহ সাগরে ভাসছেন ১৪ জেলে।
রোববার (২১ মে) বিকেলে 🌠এসব তথ্য নিশ্চিত করেন বরগুনা জেলা মৎস্যজী🐠বী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
জানা যায়, গত ৪ দিন ধরে ১৪ জেলেসহ ওই ট্রলারটি ভাসছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। অবশেষে উদ্ধার অভিযানে ম💎ালিক সমিতির পক্ষ থেকে আরেকটি ট্রলার পাঠানো হয়েছে। রোববার সকালে ট্রলারটি ভাসতে ভাসতে নেটওয়ার্কের আওতায় আসলে ট্রলার মালিক ও মাঝি সগির হোসেন বিষয়টি মালিক সমিতিকে অবগত করেন। এরপর ট্রলারটি উদ্ধারে সাগরে আরেকটি ট্রলার পাঠানো হয়।
ট্রলারের মালিক জানান, ১৫ মে দুপুরে🦹♋ ৫ দিনের বাজার নিয়ে ১৪ জন মাঝি ট্রলারে করে সাগরে যান। ৬৫ দিনের মৎস্য অবরোধের আগেই ঘাটে আসার কথা থাকলেও ১৮ মে ইঞ্জিন বিকল হলে সেই থেকে সাগরে ভাসছে ট্রলারটি।
এ বিষয়ে বরগুনা পাথরঘাটা দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মাহবুবুর রহমান বলেন, “সাগরে ভাসওতে থাকা ট্রলারটি উদ্ধারের জন্য মালিক সমিতির একটি ট্রলার বঙ্গোপসাগরে রওয়ানা হয়েছে। ট্রলারের মাঝিমাল্লা সকলে নিরাপদে আছে।”