আখেরি মোনাজাতের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরের পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শেষ হয়েছে। আখেরি মোনাজাতে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলম💧ান শরিক হন।
মঙ্গল🍰বার (৩ ডিসেম্বর) সকাল ৯টা ৫ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়। ৯টা ২০ মি♋নিটে শেষ হয় মোনাজাত।
আখেরি মোনাজা🔜ত পরিচালনা করবেন শুরায়ে নেজামের শীর্ষ মুরব্বি ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।
তথ্যটি নিশ্চিত করেছেন তা🐟বলিগ জামাত বাংলাদেশ (শুরা-ই-নেজামের) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
হাবিবুল্লাহ রায়হান বলেন, “আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে তাবলিগ জামাত বাংলাদেশের (শুরা-ই-নেজাম) ৫ দিনব্যাপী জোড় ইজতেমার আনুষ্ঠানিকতা💛।”
এর আগে ফজর থেকে হেদায়াতি বয়ান হয়েছে। এতে বয়ান করেছেন ভারতের (বোম্বে) মাওলানা আব্দুর রহমান। তার বক্তব্য তরজমা করেছেন মাওলানা আব্দুল মতিন সাহেব। নসিহতমূলক বক্তব্য পেশ করেন ভারতের শীর্ষ স্থানীয় মুরুব্বি মাওলানা ইব্রাহিম দেওলা। তার 𒁃বক্তব্য তরজমা করেছেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। নসিহতমূলক বক্তব্যের শেষে আখেরি মোনাজাত অনুষ্ঠিত ꦉহয়।