ককꦜ্সবাজারের উখিয়া রোহিঙ্গা কౠ্যাম্পে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।
শনিবার (১ জুন) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার স✤ার্ভিসের ৭টি ই﷽উনিট।
উখিয়া🥂র উপজেলা নির্বাহী কর্মকর্তা🅰 (ইউএনও) তানভীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
ইউএনও জানান, ক্যাম্পে আগুনের ঘটনায় কাজ চলছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ারসার্ভি🎶সের ৭ টি ইউনিট কাজ শুরু করেছে৷ তবে আগুনের সুত্রপাত সম্পর্কে এখনই বলা যাচ্ছে না। এ বিষয় নিয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআ🎐ইজি) মো. ইকবাল জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানার চেষ্টা চলছে।
এর আগে, ২৪ মে সকাল সাড়ে ১০টার দিকে একই ক্যাম্পের ডি ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভ♐ব হয়েছিল। ততক্ষণে ওই ক্যাম্পের ৩ শতাধিক শেড পুড়ে ছাই꧂ হয়ে যায়।