বরিশালের গৌরনদী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দুই গ্রুপের মধ্যে �𓃲�সংঘর্ষ হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার ধুরিয়াইল এলাকায় এ সংঘর্ষের𒆙 ঘটনা ঘটে। এতে ৭ ♒জন আহত হয়েছেন।
আহতরা হলেন যুবলীগ কর্মী শাওন হাওলাদার (২৫), কালু বেপাꩵরী (২০), রাহাত খলিফা (১৯), আল আমিন সরদার (২৮), সাহাব হাওলাদার (২৩), মঈন শিকদার (২৫) ও শাওন শিকদার (২৩)।
তাদের মধ্যে শাওন𒈔, কালু বেপারী ও রাহাতকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়🔯 সূত্রে জানা যায়, উপজেলার বার্থী ইউনিয়নের ধুরিয়াইল গ্রামের যুবলীগ কর্মী শাওন হাওলাদার গ্রুপ ও নন্দনপট্টি গ্রামের যুবলীগ কর্মী মাওলা সরদার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে মঙ্গলবার সন্ধ্যার দিকে 𒅌ধুরিয়াইল এলাকায় দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মাওলা সরদার গ্রুপের সদস্যরা ধারাল অস্ত্র ও লাঠিসোটা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে শাওন হাওলাদার গ্রুপের ৭ জনকে আহত করেন।
এ ঘটনায় শাওনের বাবা মো. হাবুল হাওলাদার বাদী হয়ে বুধবার (১৫ নভেম্বর) সকালে গৌরনদী মডেল থানায় একটি লি🍸খিত অভিযোগ দিয়েছেন।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ম🦂ো. মাযহারুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনী নেওয়া হবে।