বরগুনায় ভিমরুলের কামড়ে আট দিন অচেতন ছিল চার বছরের শিশু ঐশ্বর্য। অবশেষে শনিবার (৮ অক্টোবর) দুপুরে তার মৃত্যু হ🐈য়েছে।
জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর মা এবং অন্যান্য শিশুদের সঙ্গে সে বাড়ির কাছে ঘুড়তে গিয়ে ভীমরুলের কামড়ে আহত হয়ে মাটিতে লুটিয়ে পরে। তাৎক্ষণিক তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনরা। সেখানꦺে তিন দিন চিকিৎসার পরেও তার জ্ঞান ফিরে না আসায় বরিশাল নিয়ে যাওয়া🐠 হয়। পরে বরিশাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়।
ঐꦏশ্বর্যের বাবা গৌতম জানান, ঢাকার চিকিৎসকরা তার সন্তানের কিডনি ড্যামেজ হয়ে গেছে এবং আইসিউতে রাখার নির্দেশ দিলে তারা ঐশর্যকে নিয়ে এ💛কটি প্রাইভেট কিডনি হাসপাতালে যান। কিন্তু টাকার অভাবে আবার বাড়িতে নিয়ে আসা হয় তাকে।
তিনি আরও জানান, বাড়িতে থাকা অবস্থা🍎য় শনিবার সকালে অবনতি দেখে ফের পার্শ্ববর্তী উপজেলা মঠবাড়িয়া হাসপাতালে নিয়ে যায় স্বজনেরা। দুপুরে সেখানে ঐশ্বর্য মারা যায়।
ঐশ্বর্যকে হারিয়ে মা মনিকা রানী বাবা গৌতম পাগল প্র♚ায়।