পাবনার সাঁথিয়ায় বাবু 🧸হোসেন (৩৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবিꦉ তাকে রাতে ফোন করে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস🎶্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার ধু☂লাউরি ইউনিয়নের বারোআনি ক্যানেলের পাশে পেঁয়াজের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বাবু উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের ডহরজꦬানি গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি পেশায় নসিমনচালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে মোবাইল ফোনে 🥃কল করে কেউ একজন বাবুকে ডেকে নিয়ে যায়। তারপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। সকালে পেঁয়াজের জমিতে বাবুর মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের পরিবারের অভিযোগ, রাতে আব্দুল ওহাব ফকির নামের এক ব্যক্তি বাবু𒁃কে মোবাইল ফোনে ডেকে নিয়ে যান। পরে তಌাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত ক♑র্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, কী কারণে এবং কীভাবে তার মৃত্যু হয়েছে সেটি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।