• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১, ১১ রবিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


গভীর সাগরে ১০ দিন ঘুরিয়ে মালয়েশিয়া না নিয়ে তাদের ইনানী সৈকতে রেখে গেল দালালেরা


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৪, ০৯:৩৯ এএম
গভীর সাগরে ১০ দিন ঘুরিয়ে মালয়েশিয়া না নিয়ে তাদের ইনানী সৈকতে রেখে গেল দালালেরা
ছবি : সংগৃহীত

আশ্রয়শিবির থেকে মালয়েশিয়া পৌঁছে দেওয়ার কথা বলে দালালেরা মাছ ধরার একটি ট্রলারে ওঠান শতাধিক র🐭োহিঙ্গাকে। টানা ১০ দিন রোহিঙ্গাবোঝাই ট্রলারটি গভীর সাগরের এদিক-সেদিক ঘোরাফেরা করে। সোমবার (১৪ অক্টোবর) ভোরে রোহিঙ্গাদের নামিয়ে দ𝔉েওয়া হয় উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী সৈকতে।

এরপর রোহিঙ্গারা এদিক-সেদিক ছুটতে থাকেন। সকাল ৯টার দিকে স্থানীয় লোকজনের সহযোগিতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইনানীর বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ২৬ জন রোহিঙ্গাকে আটক করেন। অন্য রোহিঙ্গারা পাহাড়ে আত্মগোপন করেন। গা ঢাকা দেন দালা🦩লেরা।

🦂এর সত্যতা নিশ্চিত করে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম বলেন, আটক রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দালালসহ পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ধরতে অভিযান চলছ🐭ে। আটক ২৬ রোহিঙ্গা কোস্টগার্ডের হেফাজতে রয়েছেন।

পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর চারটার দিকে রোহিঙ্গাবোঝাই একটিღ ট্রলার ইনানী সৈকতে এসে থামে। এ সময় ১১০ থেকে ১২০ জন রোহিঙ্গা নারী-পুরুষ ট্রলার থেকে নেমে বালুচরে জড়ো হন। স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান সবাই মিয়ানমারের রোহিঙ্গা। দালালেরা সমুদ্রপথে মালয়েশিয়ায় পৌঁছে দেওয়ার কথা বলে কয়েক দিন গভীর সাগরে ঘুরিয়ে তাদের এই সৈকতে নামিয়ে দেন। অবস্থা বেগতিক দেখে রোহিঙ্গারা๊ পালাতে শুরু করেন। খবর পেয়ে পুলিশ ও কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছে ২৬ জন রোহিঙ্গাকে আটক করলেও আরও ৮০ থেকে ৯০ জন রোহিঙ্গা লোকালয়ে ঢুকে পড়েন।

পুলিশের হাতে আটক উখিয়ার ময়নারঘোনা আশ্রয়শিবিরের (ক্যাম্পꦯ-১৭) বাসিন্দা রোহিঙ্গা তরুণী খুরশিদা বেগম (২৪) এক দালালকে ৩০ হাজার টাকা দিয়ে ট্রলারে চেপেছিলেন মালয়েশিয়া যাবেন বলে। তিনি বলেন, ‘দালাল আমাকে বলেছিল, মালয়েশিয়ায় ভালো চাকরি হবে। তাই তার কথা শুনে ট্রলারে উঠেছিলাম। ট্রলারটি গভীর সাগরে ১০ দিন ছিল। ভোরে আমাদের ইনানী সৈকতে নামিয়💎ে দেওয়া হয়। পুলিশের হাতে ধরা পড়ে মনে হলো এভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করা ঠিক হয়নি।’

আরেক রোহিঙ্গা বলেন, ‘ট্রলারের যাত্রীরা সবাই উখিয়ার আশ্রয়শিবিরের রোহিঙ্গারা। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে দেশে ফেরা অনিশ্চিত দেখে তারা সমুদ্রপথে মালয়েশিয়া যেতে ট্রলারে ওঠেন। টেকনাফ থেকে র⛄োহিঙ্গাদের বোঝাই করে মালয়েশিয়ার উদ্দেশে ট্রলারট🌠ি যাত্রা শুরু করে। সেন্ট মার্টিনের দক্ষিণের বঙ্গোপসাগরের জলসীমানা অতিক্রম করার সময় মিয়ানমার নৌবাহিনী সামনে পড়ে। তখন ট্রলার ঘুরিয়ে গভীর সাগরের দিকে নেওয়া হয়। টানা ১০ দিন সাগরে ছিলাম। আজ ভোরে দালালেরা সবাইকে ইনানী সৈকতে নামিয়ে দেন। এরপর দালালেরাও লাপাত্তা হয়ে যান।’

পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, অক্টোবর-🍨নভেম্বর মাস থেকে মার্চ পর্যন্ত বঙ্গোপসাগর শান্ত থাকে। তখন মানব পাচারকারী ব্যক্তিরা তৎপর হন। মালয়েশিয়ায় ভালো চাকরির প্রলোভন দেখিয়ে দালালেরা রোহিঙ্গাদের ট্রলারে তুলে দেন। মেয়েদের সেখানে বিয়ে দেওয়ার কথা বলে পাচার করা হয়। ট্রলারে তোলার আগে দালালেরা মাথাপিছু ২০ থেকে ৩০ হাজার টাকা হাতিয়ে নেন। টেকনাফ, উখিয়া, রামু, কক্সবাজার সদর, মহেশখালী, চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালী উপকূল ও কর্ণফুলী নদী দিয়ে সমুদ্রপথে মানব পাচারের ঘটনা বাড়ছে।

এরই মধ্যে মানব পাচারের ঘটনায় বেশ কিছু গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে। পুলিশ জানায়, গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহায় অভিযান চালিয়ে ১৭ রোহিঙ্গাবোঝাই একটি ট্রলার আটক করে কোস্টগার্ড। এ সময় মানব পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিন পাচারকারী হলেন মহেশখালীর কালামারছড়ার ধলা ম༒িয়ার ছেলে ফজল করিম প্রকাশ ফুতু মাঝি (৪৭), উখিয়া জালিয়াপালং ইউনিয়নের মাহবুবুল আলমের ছেলে এনামুল করিম (৩৭) এবং কক্সবাজার সদরের উলা মিয়ার ছেলে গোলাম হোসেন (৪০)। আটক ১৭ রোহিঙ্গার সবাই টেকনাফের মৌছনী রোহিঙ্🤡গা আশ্রয়শিবিরের বাসিন্দা।

কক্সবাজার সমুদ্র উপকূল দিয়ে মানব পাচার বাড়ছে জানিয়ে হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম-কক্সবাজারের সভাপতি আইনজীবী আবদুস শুক্কুর বলেন, এ ক্ষেত্রে দালালচক্র রোহিঙ্গাদের টার্গেট করছে। বিশেষ করে রোহিঙ্গা মেয়েদের নানা প্রলোভন দেখিয়ে মালয়েশিয়াতে পাচার করছে। সম্প্রতি টেকনাফ ও মহেশখালীতে কয়েক দফায় শতাধিক রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। ২০১৬ সালে টেকনাফ উপকূল দিয়ে🌱 মানব পাচার শুরু হয়। গত কয়েক বছরে মালয়েশিয়াতে পাচারকালে ২০টির বেশি ট্রলারডুবির ঘটনায় অন্♔তত ৩০০ মানুষের মৃত্যু হয়েছিল।

পুলিশ জানায়, ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত সমুদ্রꦡপথে মালয়েশিয়া পাচারের সময় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ধার করে ১ হাজার ১৩৪ জনকে। এর ৯৫ শতাংশ রোহিঙ্গা। ওই সময়ে উখিয়া ও টেকনাফ থানাতে ৮৫টি মামলা করা হয়। মামলাগুলো ১ হাজার ২০০ জনকে আসামি করা হলেও ধরা পড়েছে ৫০৮ জন।

Link copied!