ময়মনসিংহেরಞ ভালুকায় নির্মাণাধীন পাঁচতলা ভবনের লিফটের গর্ত থেকে সাদ্দাম হোসেন নামে এক পোশাক শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার মাস্টারবাড়ি ๊এলাকায় অবস্থিত ক্রাউন ওয়ার্স প্রাইভেট লিমিটেড নামে একটি পোশাক কারখানা এ ঘটনা ঘটে।
রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ওই ভবনের লি🅷ফটের ৪০ ফুট নিচ🍬 থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সাদ্দাম হোসেন পঞ্চগড় জেলার বোদা উপজেলার আমতলা ক🃏াজীপাড়ার আজাদ হোসেনের ছেলে। তিনি ও তার বড় ভাই সেলিম হোসেন ওই কারখানায় দীর্ঘদিন ধরে চাকরি করে আসছিলেন।
কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) নাঈম আহমেদ জানান, সাদ্দাম হোসেন তার কারখানায় গার্মেন্ট সেকশনে কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে চাকরি করতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ডিউটি করেছেন, তারপর থেকেই নিখোঁজ ছিল। বৃহস্পতিবার তার বড় ভাই সেলিম হোসেন ভালুকা মডেল💙 থানায় একটি সাধারণ ডায়েরি করেন। রবিবার সন্ধ൲্যায় ভবনের লিফটের গর্তে দুর্গন্ধ শুরু হলে থানাকে অবহিত করা হয়।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবির জানান, লাশ উদ্ধার করা𒅌 হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।