বিএনপ🍸ি ভীতি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, আগুনসন্ত্রাসের বাংলাদেশ হতে দেওয়া যাবে না। আগুনসন্ত্রাস করে জনগণের সম্পদ 🍸নষ্টকারীদের প্রতিরোধ করতে হবে। আগুনসন্ত্রাস আর বিদেশিদের ওপর ভর করে এদেশে রাষ্ট্রক্ষমতায় আসা যাবে না।
বুধবার (৮ নভেম্বর) সকালে সাপাহারে চহেড়া আলাদীপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চহেড়া আলাদীপুর উচ্চ বিদ্যালয়ের চারত একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ꦉতব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে মারার জন্য গ্রেনেড হামলা করেছিল বিএ♍নপি।এই নৃশংস ঘটনার বিচার বাধাগ্রস্ত করা হয়েছে। সংসদে এই গ্রেনেড হামলা ন⛦িয়ে কথা বলতে দেওয়া হয়নি।
তিনি বলেন, বছরের প্রথম দিন নতুন বই পৌঁছে যাচ্ছে শিক্ষার্থীদের কাছে। অথচ এক সময় পুরাতন ছেঁড়া বই দিয়ে শিক্ষাবর্ষ শুরু হতো। দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা⛎ শিক্ষা উপবৃত্তি পাচ্ছে। তাদের মা-বাবার মোবাইলে শিক্ষা উপবৃত্তির টাকা পৌঁছে দেওয়া হচ্ছে। ডিজিটাল বাংলাদেশের সেবা ঘরে ঘরে পৌঁছে দিয়েছে সরকার।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, মোবাইলের ব্যবহার শুধু শিক্ষার কাজে ব্যবহার করতে হবে। কর্মজীবনে মোবাইলের অনেক ব্যবহার করꦆার সুযোগ পাবে। এখন শুধু নিজেদের গড়ার কাজে মনোযোগ𝄹 দিতে হবে।
সাধন চন্দ্র মজুমদার বলেন, সর🥂কারের ধারাবাহিকতা না থাকলে উন্নয়ন টেকসই হয় না। উন্নয়নের প্রকৃত সুবিধা ভোগ করতে হলে সরক𒀰ারের ধারাবাহিকতা রাখতে জনসাধারণের প্রতি আহ্বান জানান তিনি।
চহেড়া আলাদীপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাহজাহান হোসেন, সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল্যাহ আল মামুন, সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.♒ শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার।