গাজীপুরের বাসন এলাকায় বকেয়া বেতনের দাবিতে কর্মবির💃তিতে গᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚেছেন টিএনজেড গ্রুপের পাঁচটি কারখানার শ্রমিকরা। তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন।
শনিবার (৯ নভেম্বর) সকাল ৮টা থেকে⭕ মহাসড়ক অবরোধ করেন এসব কারখানার শ্রমিকরা।
কারখানাগুলো হলো টিএনজেড অ্যাপারেলস লিমিটেড, বেসিক ক্লোথিং লিমিটেড, অ্যাপারেলস প্লাস ইꦉকো,𝕴 বেসিক নিটওয়্যার লিমিটেড ও অ্যাপারেল আর্ট লিমিটেড।
গাজীপুরের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ পরিদর্শক বায়েজিদ মিয়া জানান, মহাসড়কে টিএনজেড গ্রু𝔉🎀পের প্রায় ১ হাজার ২০০ শ্রমিক অবস্থান নিয়েছেন।
পুলিশের দেওয়া তথ্য অনুসারে, গত ২৩ অক্টোবর শ্রমিকদের বেতন পরিশোধ করার কথা থাকলেও ব্যর্থ হয়🦩 কারখানা কর্তৃপক্ষ। পরে ২৪ অক্টোবর সেনাবাহিনী, মালিকপক্ষ ও শ্🏅রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়। আলোচনায় সেপ্টেম্বর মাসের বেতন ৩ নভেম্বর ও অক্টোবর মাসের বেতন ২০ নভেম্বর পরিশোধের আশ্বাস দেওয়া হয়।
কিন্তু বৃহস্পতিবার টিএনজেড গ্রুপের এ𓆉ক নোটিশ꧃ে বলা হয়, সেপ্টেম্বর মাসের বেতন ৭ নভেম্বর ও অক্টোবর মাসের বেতন ২৮ নভেম্বর পরিশোধ করা হবে।
আজ আরেক নোটিশে গ্রুপের চেয়ারম্যান বলেছেন, “আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সেই সঙ্গে জানাচ্ছি যে, গত ৭ নভেম্বর পূর্বঘোষিত ন🍃োটিশের মাধ্যমে অঙ্গীকারবদ্ধ থাকার পরেও গত সেপ্টেম্বর মাসের বেতন অনিবার্য কারণে পরিশোধ করতে পারিনি। আশা করছি অতিসত্বর সেপ্টেম্বর-অক্টোবর মাসের বেতন পরিশোধ করব।”