রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভি🌟যানে বিএনপি নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সোমবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে তা🦩দের থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তাররা হলেন- রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া গ্রামের আ. খালেক শিকদারের ছেলে সাবেক ভি꧟পি ও বিএনপি নেতা আব্দুল মালেক শিকদার (৫০), জৌকুড়া গ্রামের কাসেম বিশ্বাসের ছেলে আজম বিশ্বাস মধু (৫২), পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পাটিকাবাড়ী গ্রামের আলাউদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৪৬), বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়হিজলী গ্রামের রমজান মোল্য🍒ার ছেলে আব্দুল আউয়াল (৩২)।
পুলিশ জানায়, রোববার (২০ অক্টোবর) রাতে উপজেলার চন্দনী ইꦗউনিয়নের জৌকুড়া গ্রামের কাসেম বিশ্🥃বাসের ছেলে আজম বিশ্বাস মধুর বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ আজম বিশ্বাস মধু, মনিরুল ইসলাম, আব্দুল আওয়ালকে গ্রেপ্তার করা হয়। বিএনপি নেতা আব্দুল মালেক শিকদারকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর 🍌রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষ🎃য়ে থানায় পৃথক মামলার প্রস্তুতি চলছে।