বগুড়ায় ﷽বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে💫 তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের এরুলি💜য়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মরদেহ উদ্ধারে করে শহীদ জিয়াউর রহমান⛦ মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে নেওয়া হয়𓆏েছে। আহতরা শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি৷
নিহতরা হলেন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ফাইম (৫৫), সদস্য আব্দুল হাඣন্নান (৪৪) ও চেইন মাস্টার আলগীর হোসেন (৪২)।
স্থানীয় আবুল কালাম নামের এক দিনমজুর বলেন, “বিকট শব্দ শুনে দেখতে পাই প্র♉াইভেটকারের এক যাত্রী ছিটকে সড়কে পরে ঘটনাস্থলেই মারা যান। পরে দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকারটির কাছে গিয়ে ভেতরে নিহত আরও দুইজনকে দেখ💟তে পাই। পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করেন।”
বগুড়া সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে প্রাইভেটরাটি নওগাঁর দিকে যাচ্ছিল। এরুলিয়ার সামনে ট্রাককে ওভারটেক করতে গিয়ে 🧸বিপরীত দিক থেকে আসা🍬 একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
মিজানুর রহমান আরও জানান, দ🏅ুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।