ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে❀ মণ্ডপের জন্য বরাদ্দ ২০০ বস্তা সরকারি চাল রাতের আঁধারে অন্যত্র পাচারের সময় জব্দ করা হয়েছে। এ সময় সোহেল (২৫) নামের এক নসিমনচালককে আটক করা হয়।
ব🍃ৃহস্পতিবꦜার (৬ অক্টোবর) সকালে আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু শহিদ এর সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (৫ অক্টোবর) রা🍎ত সাড়ে ৮টার দিকে উপজেলার খাদ্যগুদামের ꧙সামনে এ ঘটনা ঘটে।
এসআই মো. আবু শহিদ জানান, আলফাডাঙ্গা উপজেলায় ৪৭টি দুর্গাপূজা মণ্ডপে বরাদ্দকৃত ২০০ বস্তা চালসহ সোহেল নামের এক নসিমনচালককে আটক করা হয়েছে। এ ব্যাপার💫ে তদন্তꦿ চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
এ বিষয়ে আলফাড🍨াঙ্গা উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আশিকুর রহমান মোল্লা বলেন, “এ চালগুলো জিআর এর চাল। যেগুলো ব্যবসায়ীরা কিনে নিয়েছিলেন অনুদান পাওয়া বিভিন্ন ব্যক্তির ক🧸াছে থেকে। পরে ব্যবসায়ীরা সব চাল একত্রে করে নসিমনে নেওয়ার সময় পুলিশ আটক করে।”
আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফ🅺িকুল হক বলেন, “থানার ওসি সাহেব বিষয়টি আমাকে জানিয়েছেন। পরে এ ব্যাপারে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”