সুনামগঞ্জের জামালগঞ্জ উপ🐬জেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।
রোববার (��১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বেহেলি ইউনিয়নের বেহেলি সড়কে রাজাপুꦗর সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতর🔯া হলেন উপজেলার বাঘানি গ্রামের জামাল মিয়ার ছেলে সোলেমান মিয়া এবং বেহেলি আলীপুর গ্রামের সুকুর মামুদের ছেলে আশিক নূর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশিক নূর ও সোলেমান মোটরসাইকেলে করে উপজেলার বেহ�🎶�েলি থেকে সাচনাবাজারের দিকে আসছিলেন। রাজাপুর সেতুর কাছে পৌঁছালে বিরপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স ম কামাল হোসেন দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বজনরা এসে প্রশাসনের অনুমতি সাপেক্ষে মরদেহ নিয়ে গেছেন। এ🦩 ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন🌱গত ব্যবস্থা নেওয়া হবে।