নড়াইলের লোহাগড়ায় ছাগলকাণ্ডের সালিꦅস বসিয়ে বাগ্বিতণ্ডার জেরে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৭ জন।
সোমবার (১৫ জুলাই) সকালে উপজেলা๊র নলিয়া গ্রামে রবি থান গ্রুপ ও শওকত খান গ্রুপের ไমধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
রবি খান গ্র🐲ুপের আহতরা হলেন নালিয়া গ্রামের জামশেদ খান, আকাশ মল্লিক, নান্নু মল্লিক, জরিনা বেগম, সাবিনা বেগম, সোহাগ খান, ইকবল খান ও 𒁃খয়বার।
অন্যদিকে শওকত খান গ্রুপের আহতেরা হলেন ইন্দাদুল খান, আসাদ🏅 খান, আজাদ মোল্যা ও মুন্নাফ খান।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার নলদী ইউনিয়নের নালিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। একটি গ্রুপের নেতৃত্ব দেন ওই গ্রামের শওকত খান এবং অপর গ্রুপের নেতৃত্ব দেন রবি খান। রোববার (১৪ জুলাই) বিকেলে শওকত খান গ্রুপের মফিজ খানের বাড়িতে থাকা এক শ্রমিকের বিরুদ্ধে পাট খেতে ছাগলের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ তোলেন প্রতিপক্ষ রবি খানের লোকজন। এ ঘটনা নিয়ে সকালে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে দুইজন নারীসহ উভয় পক্ষের অন্তত ১৭ জন আহত হয়ﷺ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় ♏বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।
ত𓄧িনি বলেন, কোনো পক্ষের অভিযোগ এখনো পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্য⛎বস্থা নেওয়া হবে।