যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারত ও ব🍌াংলাদেশের মধ্যে স্থলপথে চলাচল করা পাসপোর্টধারী যাত্রীদের আজ (শনিবার) থেকে ভ্রমণকর বাবদ এক হাজার টাকা করে নিচ্ছে প্যাসেঞ্জার টার্মিনালে অবস্থিত সোনালী ব্যাংক বুথ। সঙ্গে আরও ৫২ টাকা পোর্ট ফি প্রদান করতে হচ্ছে।
এর আগে ভ্রমণকর বাবদ ৫০০ টাকা এবং ৫২ টাকা পোর্ট ফি নেওয়া হতো। শনিবার (১ 🌳জুলাই) সকাল থেকে ভ্রমণকর বাবদ এক হাজার টাকা করে নেওয়া হচ্ছে।
চলতি ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটে বিদেশ ভ্রমণকর দ্বিগুণ করার প্রস্তাব পেশ ক🍌রেন অর্থমন্ত্রী আ হ ম মুস্𒀰তফা কামাল। তা সংসদে পাশ হওয়ার পর আজ সকাল থেকে কার্যকর করা হয়েছে।
বর্তমানে প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে হাজার হাজার বাংলাদেশি যাত্রী ভারতে চিকিৎসা, লেখাপড়া, ভ্রমণ, ব্যবসা সংক্রান্ত ও আত্মীয়স্বজনের বাড়ি বেড়াতে যান। ভারতীয় নাগরিকরাও একইভাবে বাংলাদেশে আꦦসেন। বিশেষ করে ক্যানসার, হার্ট, লিভার, কিডনি সমস্যায় আক্রান্ত অনেক রোগী প্রতিনিয়ত ভারতে যান চিকিৎসা নিতে।
এ বꩲিষয়ে বেনাপোল বন্দরের পরিচালক আব্দুল জলিল বলেন, “২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ভ্রমণকর এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। যা আজ শনিবার থেকে বেনাপোল বন্দরেဣ কার্যকর করা হয়েছে।”