কুষ্টিয়ার কুমারখা𝔍লীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক গৃহবধূ ও তার মেয়ের মৃত🥀্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবা🐬র (১০ জুন) রাতে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর নদন্দনালপুর💧 ইউনিয়ন পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন🏅 রিনা খাতুন (৩০) ও মেয়ে জয়া (১১)। এ ঘটনায় রিনার স্বামী আশরাফুল ইসলাম জনি (৩৬) হাসপাতালে চিক💟িৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জনি তার স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকে🅺লে রাজবাড়ী জেলার পাংশার মাছপাড়া এলাকার শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ির উদ⛦্দেশে রওনা হন। পথে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর নদন্দনালপুর ইউনিয়ন পরিষদ এলাকায় একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিনা খাতুনের মৃত্যু হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, “কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর🐟্ষে এ দুর্ঘটনা ঘটে। মর♑দেহ মর্গে পাঠানো হয়েছে। কাভার্ড ভ্যানটি টোলপ্লাজা এলাকা থেকে জব্দ করা হয়েছে।”