দিনাজপুরের বিরামপুরে দিনাজপুরগামী শ্যামলী পরিবহনের বাসচাপায় ভ্যানের চালকসহ দুই🍸 ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হলেন - ♚জহুরুল ও সাইদুল।
রোববার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দি🃏কে বিরামপুর পৌরশহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টাটকপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফুলবাড়ী উপজেলার ভাটপাইল নয়াপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে জহুরুল ইসলাম (৩৫) ও একই🤡 গ্রামের ঝড়ু মণ্ডলের ছেলে সাইদুল ইসলাম (৪৫)। এদের মধ্যে জহুরুল ইসলাম ভ্যানচালক ছিলেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি𝄹) সুমন কুমার মহন্ত এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সকালে ভ্যানযোগে বিরামপুর শহরে মাছ ক💖িনতে আসছিলেন জহুরুল ও সাইদুল। পথে টাটকপুর এলাকায় মহাসড়কের ওপর ভ্যানটি ওঠামাত্র ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৪৪০৩) একটি যাত্রীবাহী চাপা দেয়। এতে ঘটনাস্থ൲লেই দুইজন নিহত হন।
এ বিষয়🦹ে ওসি সুমন কুমার জানান, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।