• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিষপ্রয়োগে মাছ ধরার সময় ৬ জেলে আটক


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৫, ২০২২, ০৬:২৯ পিএম
বিষপ্রয়োগে মাছ ধরার সময় ৬ জেলে আটক

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বিষপ্রয়োগে মাছ ধরার সময় ছয়﷽জন জেলেকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (𒆙১৫ মার্চ) ভোর ৬টার দিকে গহী🏅ন সুন্দরবনে বঙ্গোপসাগর সংলগ্ন আন্দারমানিক খাল থেকে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় ৫০ কেজি মাছ, ১০ বোতল বিষ, লক্ষাধিক টাকা মূল্যের জাল।

আটককৃত হলেন কয়রা থানার জোশিং গ্রামের মোজাম 🌼সরদারের ছেলে মফিজুল সরদার (৪৫), সানাউল্লাহ গাজীর ছেলে সালাম গাজী (৪৫), রেজ♈াউল গাজীর ছেলে রোকনুজ্জামান (২৭), আলী বক্স গাজীর ছেলে রুহুল আমিন (৩৬), শহিদ গাজীর ছেলে বিল্লাল গাজী (৪২) ও শ্যামনগর উপজেলার পাতাখালী গ্রামের গোলাম মোস্তফা গাজীর ছেলে মহিবুল্যাহ গাজী (২৮)। 

বনবিভাগ সূত্রে জানা যায়, স্মার্ট পেট্রোল টিমের দলপতি ফরেস্টার জিয়াউর রহমান ও কোবাতক বনস্টেশন কর্মকর্তা (এসও) নাসিরউদ্দীনের নেতৃত্বে বনবিভাগের একটি যৌথ টিম সুন্দরবনে অভিযান চালায়। এক পর🦹্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে গহীন সুন্দরবনে বঙ্গোপসাগর সংলগ্ন আন্দারমানিক খালে বিষপ্রয়োগে মাছ ধরার সময় ꦚওই ছয় জেলেকে হাতেনাতে আটক করে তারা। এ সময় জেলেদের নৌকা তল্লাশি করে ১০ বোতল বিষ, ৫০ কেজি মাছ, লক্ষাধিক টাকা মূল্যের জাল, দা ও ড্রামসহ আনুসাঙ্গিক বিভিন্ন মালামাল জব্দ করা হয়। 

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এমএ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামালসহ ৬ জেলেকে আটক করে বনআইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
 

Link copied!