প্রবাদ বাক্যে নয়, এবার সুন্দরবনে বাঘের সঙ্গে মহিষের সত্যি সত্যি লড়াইয়ের ঘটনা ঘটেছে। এতে মহিষটি মারাত্মক আহত♔ হয়ে লোকালয়ে ফিরে এসেছে। বাঘটির ভাগ্যে কি ঘ﷽টেছে তা জানা যায়নি।
শনিবার (২ এপ্রিল) সন্ধ্যার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভাড়ানী টহল ফাঁড়ি এলাকার বনাঞ্চলে ঘটনাটি ঘটেছে বলে সংশ্লিষ্꧒ট ফাঁড়ির কর্মকর্তা নিশ্চিত করেছেন। তবে, ক্ষতি পোষাতে মহিষটির মালিক আহত পশুটি জবাই করে ৫০০ টাকা কেজি দরে মাংস বিক্রি করে দিয়েছেন বলে এলাকাবাসী জানিয়েছেন।
মহিষটির মালিক উপজেলার রসুলপুর গ্রামের সোবাহান হাওলাদার জানান, ভোলা নদী ভরাট হয়ে যাওয়ায় গ্রামের অনেক মহিষ ঘাস খেতে সুন্দরবনে যায়। প্রতিদিনের মতো শনিবারও মহিষের দল সুন্দরবনে যায়। সন্ধ্যার দিক💖ে তার একটি মহিষ লোকালয় ফিরে না আসায় বনের আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাঘের আক্রমণে মারাত্মক আহত মহিষটি বন থেকে উদ্ধার করেন তিনি। বাঘের সঙ্গে লড়াই করে মহিষটি জীবন বাঁচিয়েছে বলে তার ধারণা।
সোবাহান হাওলাদার আরও জানান, আঘাতের চিহ্ন দেখে♕ মনে হ🧸য় বাঘ পেছন দিক থেকে মহিষটিকে আক্রমণ করেছিল। পিছনের দুটি পায়ে বাঘের নক ও দাঁতের আঘাতের চিহ্ন রয়েছে।
দাসের ভাড়ানী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল হক বলেন, “সুন্দরবনে বাঘের সঙ্গে গৃহস্থের মহিষের লড়াইয়ের ঘটনা শুনেছি। ভোলা নদী ভরাট হয꧅়ে যাওয়ায় লোকালয় থেকে সহজেই গরু-মহিষ সুন্দরবনে ঢুকে পড়ে।🍨”
তিনি এ ব্যাপার♔ে ♕গ্রামবাসীকে সতর্ক থাকার অনুরোধ করেছেন।