কিশোরগঞ্জের করিমগঞ্জে মাইশা আক্তার (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রী হত্যাকাণ্ডের শিকার হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে উপজেলার দেহুনཧ্দা ইউনিয়নের চর দেহুন্দা গ্রামের বাড়ি থেকে তার লাশ 🔯উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় জড়িত অভিꩲযোগে নিহত মাইশা 🎶আক্তারের মা স্বপ্না আক্তারকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত মাইশা আক্তার চর দেহুন্দ🍌া গ্রামের বাবুল মিয়া🔯র মেয়ে ও স্থানীয় একটি কওমী মাদ্রাসার আবাসিক ছাত্রী।
স্থ🅷ানীয়রা জানান, স্বপ্না বেগমের সাথে তার খালাতো ভাই ফাইজুল (৩০) এর পরকীয়ার সম্পর্কে বাঁধা হয়ে দাঁড়ানোয় মা স্বপ্না বেগম ও ফাইজুল মিলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে🎃ছে।
এদিকে গ্রেপ্তার হওয়ার পর পুলিশি জিজ্ঞাসাবাদে স্বপ্না বেগম তার মেয়ে নিহত মাইশার সঙ্গে ফাইজুলের প্রেমের সম্পর্ক ছিল এবং অনেকবার সতর্ক করার পরও মেয়ে মাইশা এ সম্পর্ক বজায় রাখায় স্বপ্না বেগম একাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে।
এলাকাবাসী জানান, স্বপ্না বেগমের স্বামী বাবুল মিয়া ꦚ(৫৫) ঢাকার তেজগাঁওয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল আলম সিদ্দিকী জানান, স্পর্শকাতর এ খুনের ঘট🌳নায় পুলিশ নিবিড়ভাবে তদন্ত করছে। তদন্তে প্রকৃত রহস্য উদঘাটিত হবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।