রাজধানীতে আনুষ্ঠানিকভাবে চালু হলো দেশের সবচেয়ে বড় ও আধুনিক পাতꦫালপথ ‘সুরসপ্তক’।
বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার ব্রিগেডের নির্ম🔯াণ করা এই দৃষ্টিনন্দ🙈ন পাতালপথ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মুক্তিযুদ্ধে শহীদ সাত বীরশ্রেষ্ঠের স্মরণে এর নাম রাখা হয়েছে ‘সুরসপ্তক’। রাজধানীর বিমানবন্দর সড়কের এমইএস মোড়ে এটির অবস্থান꧂।
বিমানবন্দর সড়কের নিচে ৪২ মিটার লম্বা চা꧋রটি সুড়ঙ্গ। এই চারটি সুড়ঙ্গের মু🏅খই এই আন্ডারপাসের প্রবেশ ও বের হওয়ার পথ।
এর নকশা এমনভাবে করা হয়েছে যেন এর ভেতরে অনায়াসেই সূর্যের আলো আসতে পারে। পথচারীদের সু𝕴বিধায় আছে চলন্ত সিঁড়ি ও লিফট𝔉।
পাতালপথে হুইল চেয়ার বা ট্রলি নিয়ে ওঠানামার ব্যবস্থাও রয়েছে এখানে। ফলে বয়স্ক, প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন﷽ শিশুরা সহজেই𒁏 এটি ব্যবহার করতে পারবে।
এছাড়াও গরমকালে পথচারীদের চলার জন্য কুলিং ফ্যান লাগানো হয়েছে। দুর্ঘটনা এড়াতে রাখা হয়েছে বেশ কিছু অগ্নি নির্বাপক যন♕্ত্র।
এছাড়াও প্রাথমিক চিকিৎসার জন্য আছে ফাস্ট এইড বক্স। আর পাতালপথের দেয়ালে টানানো হয়েছে ঢাকার ঐতিহাসিক নিদর্শনের পা𝓡শাপাশি বাংলাদেশের দৃষ্টি নন্দন সব ছবি।