• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ওয়েস্ট ইন্ডিজে ‘সিক্সটি’ নামে শুরু হচ্ছে নতুন লিগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৩, ২০২২, ০৪:০৪ পিএম
ওয়েস্ট ইন্ডিজে ‘সিক্সটি’ নামে শুরু হচ্ছে নতুন লিগ
ছবি সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডে♉র সঙ্গে নতুন নিয়মে এক টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) কর্তৃপক্ষ। বিশ্বকে ভিন্ন স্বাদের ক্রিকেট উপহার দিতে আসন্ন সিপিএলের 🐲আগে ‘সিক্সটি’ নামে দশ ওভারের এই টুর্নামেন্ট আয়োজন করবে তারা। যা ভবিষ্যতে তিন মাস অন্তর অন্তর আয়োজনের ভাবনা আয়োজক কমিটির।

টুর্নামেন্টটির প্রথম আসর আগামী 🌺২৪ থেকে ২৮ আগস্ট পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সেইন্ট কিটস অ্যান্ড নেভিস মাঠে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় পুরুষ সিপিএলের ছয় দল ও নারী সিপিএলের তিন দল নিয়ে হবে সিক্সটির প্রথম আসর। টি-টেনের মতো মনে হলেও, এই সিক🧜্সটি’তে থাকছে অনেক নতুন নিয়ম।

নিয়মগুলো হলো-

* প্রতি 🤪ইনিংসে ব্যাটিং দল দশ উইকেটের বদ🥀লে পাবে ছয়টি উইকেট

* প্রথম দুই ওভারের পাওয়ার প্লে’র মধ𝐆্যে দুইটি ছক্কা হাঁকালে একটি তৃতীয় ফ্লোটিং পাওয়ার প্লে পাব🍸ে ব্যাটিং দল

* প্রতি ওভার পরপ෴র প্রান্ত বদল না করে টানা পাঁচ ওভার করা হব꧙ে একই প্রান্ত থেকে। পরের পাঁচ ওভারে বোলিং করতে হবে আরেক প্রান্ত থেকে

*﷽ কোনো দল যদি ৪৫ মিনিটের মধ্যে দশ ওভার করতে ব্যর্থ হয়, তাহলে শেষ ওভ🤪ারে একজন ফিল্ডার কম নিয়ে বোলিং করতে হবে

* অ্যাপ অথবা ওয়েবসাইটের মধ্যে ‘মিস্ট্রি ফ্রি হিট’ ভোট দিতে পারবে দর্শকরা। সেই 🎃সময়টায় ব্যাটাররা আউট হবেন না

দুব💃াই ও আবুধাবির টি-টেন লিগ বেশ জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু তাদের ক্রিকেটের পরিধি ছিল কম। তবে প্রথম টেস♏্ট খেলুড়ে দেশ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ আয়োজন করতে চলেছে দশ ওভারের এই টুর্নামেন্ট। যা সিপিএল কর্তৃপক্ষের অধীনে থাকলেও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডও এর অংশীদারত্বে থাকবে।

সিক্সটির প্রথম আসরে টুর্নামেন্টের শুভেচ্ছাদূত হিসেবে থাকছেন বিশ্ব ক্রিকেটে টি-ট♚োয়েন্টির ফেরিওয়ালা হিসেবে পরিচিত ইউনিভার্স বস ক্রিস গেইল। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের সব খেলোয়াড়♑কে সিক্সটিতে পাওয়ার আশা আয়োজকদের।

সিপিএলের সিইও পিট রাসেল বলেছেন, ‘‘এটি সিপিএল এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ উভয়ের জন্যই একটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ মুহূর্ত কার♑ণ আমরা এমন একটি টুর্নামেন্ট তৈরি করেছি যা ক্রিকেট ভক্তদের খেলার কাছাকাছি 🎃নিয়ে আসতে দেখবে।’’

‘‘ক্🌱যারিবিয়ানদের জন্য একটি চমত্কার ইভেন্টে বিশ্ব-মানের পুরুষ এবং মহিলা ক্রিকেটাররা অংশ নেবে এবং এটি অত্যাধুনিক উদ্ভাবনের সাথে 🍨মিলিত, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটের সমস্ত ভক্তদের জন্য একটি দুর্দান্ত মুহুর্তের সংকেত।’’

খেলা বিভাগের আরো খবর

Link copied!