নিজের সুস্থ হওয়ার খবর মূলত ভক্তদে♉র কাছে নিজেই জানান পেলে। এবার হ𝐆াসপাতালের বেডে বসে অন্যরকম এক কাজ করেছেন এই ব্রাজিলিয়ান লিজেন্ড। ছোটবেলার ক্লাব সান্তোসের জন্য গান গাইলেন পেলে। পেলের গানের প্রতিভা দেখে চমকে গিয়েছেন ভক্তরা।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে𝓀 পেলের🔜 গানের ভিডিও পোস্ট করেন তার মেয়ে কেলি নাসিমেন্টো।
ভিডিও দেখুন নিচের লিংকে-
চলতি মাসে পরপꦫর দু’বার হাসপাতালে ভর্তি হতে হয়েছে পেলেকে। এর মধ্যে একবার তো অস্ত্রোপচারই করতে হয়েছে। পেলের শারীরিক সমস্যা নিয়ে উদ্বিগ্ন ছিলেন তার ভক্তরা।
কিন্তু তার শেষ ভিডিওতে সে উদ্বেগ অনেকটাই নাই হয়েছে ভক্তদের। এ💝বার তার মেয়ের পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে, শারীরিক ভাবে পুরোপুরি সুস্থ না হলেও মানসিক ভাবে বেশ প্রফুল্ল আছেন ব্রাজিলের এই কিংবদন্তি ফুটবলার।
ব্রাজিলের বিখ্যাত দুই গায়ক মার্সিয়া এবং মাইকনের সঙ্গে সান্তোসের থিম সং গাইতে ꩵদেখা গিয়েছে পেলেকে। ভিডিওর ক্যাপশনে পেলের মেয়ে কেলি লিখেছেন, ‘এর থেকে ভালো কিছ𒆙ু হতে পারে না’।