• ঢাকা
  • শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


হংকং সিক্সেস আসরে ইয়াসির রাব্বি বাংলাদেশের অধিনায়ক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৪, ০২:৫৩ পিএম
হংকং সিক্সেস আসরে ইয়াসির রাব্বি বাংলাদেশের অধিনায়ক
ইয়াসির রাব্বি। ছবি : সংগৃহীত

দীর্ঘ সময় পর এবারের সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্টটি আয়োজন করতে যাচ্ছে🥂 হংক꧙ং। মাত্র ছয় ওভার এবং ছয় সদস্যের দলের ‘হংকং সিক্সেস’ নামক এবারের এই আসরে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশও।

আসন্ন টুর্নামেন্টের জন্য সাত সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। যেখানে টাইগারদের নেতৃত্ব দেবেন😼 ইয়াসির আলী চৌধুরী রাব্বি। দলে আরও আছেন আবদুল্লাহ আল মামুন, আবু হায়দার রনি, জিশান আলম🌜, নাহিদুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন এবং সোহাগ গাজী।

হংকং সিক্সেসের আয়োজকরা এরই মধ্যে টুর্নামেন্টটির সূচি ঘোষণা করেছে। চারটি পুল বা গ্রুপে মোট ১২টি দলকে ভাগ করে রাখা হয়েছে এতে। বাংলাদেশের অবস্থান পুল‌ ‘ডি’-তে। প্রতꦫিপক্ষ হিসেবে পেয়েছে শ্রীলঙ্কা এবং ওমানকে।

এ ছাড়া পুল ‘এ’-তে আছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং স্বাগতিক হংকং ও চায়নার যৌথ দল। পুল 🔴‘বি’-তে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নেপাল। আর পুল ‘সি’ তে আছে ভারত, পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত।

আগামী পহেলা নভেম্বর অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টটি। একেবারেই সংক্ষিপ্ত দৈর্ঘ্যের ম্যাচ হওয়ায় তিন দিনের মধ্যেই শেষ হবে টুর্ন🦩ামেন্টটি। প্রথম দিনেই ওমান ও শ্রীলঙ্কার বিপক্ষে পুল বা গ্রুপ পর্বের দুটি ম্যাচ শেষ করে ফেলবে বাংলাদেশ।

২ নভেম্বর বোল ম্যাচ এবং কোয়ার্টার 🐲ফা🔯ইনাল ম্যাচের ম্যাচ খেলবে দলগুলো। শেষদিন বিভিন্ন গ্রুপের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

 

 

Link copied!