• ঢাকা
  • বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৩ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ব্রিসবানের পিচের ধরন নিয়ে যা বললেন কিউরেটর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৪, ০৪:০৩ পিএম
ব্রিসবানের পিচের ধরন নিয়ে যা বললেন কিউরেটর
ব্রিসবানের পিচ কিউরেটর ডেভিড সান্ডরুস্কি । ছবি : সংগৃহীত

পার্থে ভারত ২৯৫ রানে জয়লাভ করে। অ্যাডি🉐লেডে স্বাগতিক অস্ট্রেলিয়া জয়ী হয় ১০ উইকেটে। প্রায় সমানে সমান অবস্থায় 🔯পাঁচ টেস্টের দ্বিতীয়টিতে মুখোমুখি হচ্ছে দুই দল ব্রিসবানের গাব্বায়। শনিবার মাঠে গড়াবে সিরিজে এগিয়ে যাওয়ার এই টেস্ট।

এবারের বড়দিনটা অস্ট্রেলিয়ায় কাটাবে ভারতীয় দল। তবে সেই দিন তারা আনন্দ করবে, না দুঃখে থাকবে, তা নির্ভর করছে ব্রিসবেন টেস্টের ফলাফলের ওপর। ব্রিসবেনে বরাবরের মতোই গত🐼ি এবং বাউন্স সমৃদ্ধ পিচ বানানো হচ্ছে। প্রথাগত পিচই থাকছে প্যাট কামিন্স ও রোহিত শর্মাদের জন্য।

বড়দিনের আগে এবং পরে গাব্বায় অস্ট্রেলিয়ার পারফরম্যান্স সম্পূর্ণ বিপরীত। কেন আগে বার বার অস্ট্রেলিয়ার অধিনায়করা বড়দিনের আগে গাব্বায় খেলতে চাইতেন তা পরিসংখ্যানে চোখ রাখলেই বোঝা যাবে। বড়দিনের আগে গাব্বায় ৬১টি টেস্ট খেলে মাত্র ৭ ꦛবার হেরেছ🔥ে অস্ট্রেলিয়া। বড়দিনের পর ৫টি টেস্ট খেলে ৩টিতেই হেরেছে।

এরআগে, ২০২০-২১ সফরে ভারত জিতেছিল গাব্বায়। ১৯৮৮ সালে 𓆏প্রথমবার অস্ট্রেলিয়া হেরেছিল সেই মাঠে। তারপর চলতি ব♈ছরের জানুয়ারিতে তারা হেরেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে। ভারতের বিরুদ্ধে কোনও ভুল করতে চাইছে না তারা।

গাব্বার পিচ কিউরেটর ডেভিড সান্ডরুস্কি বলেছেন, ‘বছরের বিভিন্ন সময়ে পিচ বিভিন্ন রকম আচরণ করে। মৌসুমের পরের দিকে পিচে ক্ষত তৈরি হয়ে য𒉰ায়। তবে শুরুর দিকে খে𝕴ললে পিচ অনেক তরতাজা থাকবে। পিচ থেকে বোলারেরা সাহায্যও পাবে।’

তবে পিচে যে আলাদা কোনও বদল আনবেন  না, সেটা পরিষ্কার করে দিয়েছেন তিনি। প্রথামাফিক উইকেটই থাকবে, যেখানে দেখꩲা যাবে গতি এবং বাউন্সের সমাহার। 🐼সান্ডুরস্কি বলেছেন, ‘প্রত্যেক বার আমরা একই রকম পিচ তৈরি করার চেষ্টা করি। বল ঠিক ভাবে ব্যাটে যাবে, পেস এবং বাউন্সও থাকবে। এটার জন্যই তো গাব্বা পরিচিত।’

গত কয়েকদিন ব্রিসবেনে বৃষ্টি হয়েছে। ফলে অস্ট্রেলিয়া অনুশীলন করতে পারেনি। শুক্রবারও দিনের শেষ দিকে বৃষ্টির সম্ভাꩵবনা রয়েছে। ভারত বুধবারই ব্রিসবেনে❀ পৌঁছে গিয়েছে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!