একটি ক্রিকেট ম্যাচে সর্বাধিক কত চার-ছক্কা অতীতে দেখেছেন ক্রিকেট প্রেমীরা, তার সঠিক উত্তর পেতে অবশ্যই পরিসংখ্যান ঘাটতে হবে। এবার পাওয়া গেল ভারতের হরিয়ানা রাজ্যের এক তরুণ ওপেনারকে, যিনি অনূর্ধ্ব-২৩ সিকে নাইডু ট্রফির এক ম্যাচে ৪৬টি বাউন্ডারি ও ১২টি ছয় মেরেছেন। শুধু༒ তাই নয়, টুর্নামেন্টের ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি ৪২৮ রান করে রেকর্ডও সৃষ্টি করেছেন ⛎তিনি।
সিকে নাইডু ট্রফিতে অনবদ্য রেকর্ড গড়েছেন হরিয়ানার ওপেনার যশবর্ধন দালাল। সুলতানপুরে মুম্বাইয়ের বিরুদ্ধে তরুণ ꧃তুর্কি যশবর্ধন রানের বিস্ফোরণ ঘটিয়েছেন। তার ৪৬৫ বলে ৪২৮ রানের অপরাজিত ই🥃নিংসের সুবাদে প্রথম ইনিংসে ৭৪২ রানের পাহাড়ে উঠেছে হরিয়ানা। তার এই রানে রেকর্ডবুকে ঝড় উঠেছে।
মুম্বাইয়ের বিরুদ্ধে যশবর্ধন ৪২৮ নট আউট ইনিংস খেলে ভেঙেছেন উত্তরপ্রদেশের ব্যাটার সꦆমীর রিজভির রেকর্ড। এর আগে সিকে নাইডু ট্রফির গত মরসুমে সৌরাষ্ট্রের বিরুদ্ধে তিনি ২৬৬ বলে ৩১২ রান করেছিলেন। টুর্নামেন্টের সর্বাধিক ব্যক্তিগত স্কোর ছিল সেটাই। এ বার যা যশবর্ধনের দখলে।
চলতি সিকে নাইডু ট্রফিতে এর আগে হরিয়ানার জার্সিতে শেষ ২ ম্যাচে ভালো পারফর্ম করতে পারেননি যশবর্ধন। মধ্যপ্রদেশের বিরুদ্ধে হরিয়ানার ম্যাচে ৪ রান করেছিলেন। আর তার আগে ঝাড়খণ্ডের বিরুদ্ধে ২৩ ও ৬৭ রান করেছিলেন। সেই তিনিই মুম্বাইয়ের বিরুদ্ধে ব্💎যাট হাতে আগুন ঝরালেন। অর্শ রাঙ্গার সঙ্গে ওপেনিংয়ে ৪১০ রানের পার্টনারশিপ গড়েন। তিনি ছাড়া হরিয়ানার ওপেনার অর্শ এই ম্যাচে ১৫১ রান করেছেন।