প্যারিস অলিম্পিকের ১০০ মিটার রিলে দৌড়ে সোনার হাসি হেসেছে যুক্তরা𝄹ষ্ট্রের নারীরা। এই ইভেন্টের পুরুষদের বিভাগে সেরা হয়েছে কানাডা।
প্যারিসﷺের স্তাদে দে ফ্রান্সের ট্র্যাকে শুক্রবার রাতে নারীদের ১০০ মিটার রিলেতে যুক্তরাষ্ট্র সোনা জিতে নেয় ৪১ দশমিক ৭৮ সেকেন্ড সময় নিয়ে। তাদের হয়ে দৌড়েছেন জেফারসন মেসিয়া, টেরি টিওয়ানিসা, গ্যাব্রিয়েলে টমাস ও শ্যাকিরি রিচার্ডসন।
মৌসুম সেরা টাইমিং করলেও যুক্তরাষ্ট🦩্র ভাঙতে পারেনি নিজেদের গড়া অলিম্পিক ও বিশ্ব রেকর্ড। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে ৪০ দশমিক ৮২ সেকেন্ড সময় নিয়ে দুটি রেকর্ডই গড়েছিল তারা🦹।
৪১ দশমিক ৮৫ সেকেন্ড সময় নিয়ে গ্রেট ব্রিটেন✃ রুপা ও ৪১ দশ💙মিক ৯৭ সেকেন্ড টাইমিং করে জার্মানি ব্রোঞ্জ পেয়েছে।
পুরুষদের বিভাগে কানাডা সেরা হয়েছে ৩৭ দশমিক ৫০ স🌜েকেন্ড𒁃 টাইমিং করে। মৌসুম সেরা টাইমিং করা (৩৭ দশমিক ৫৭) দক্ষিণ আফ্রিকা পেয়েছে রুপা। গ্রেট ব্রিটেন ৩৭ দশমিক ৬১ সেকেন্ড সময় নিয়ে পেয়েছে ব্রোঞ্জ।
কানাডা দলের হয়ে দৌড়েছেন✨ আন্দ্রে দে গ্রাস, অ্যারন ব্রাউন, জেরোমে ব্লেক ও ব্রেন্ডন রডনি।
এ ইভেন্টেও জ্যামাইকার গড়া দুটি রেকর্ডই অক্ষত থাকল। ২০১২ সালে লন্ডন অলিম্পিকের ৩৬ দশমিক ৮৪ সেকেন্ড টাইমিং𓃲 করে অলিম্পিকেও বিশ্ব রেকর্ড গড়েছিল তারা।