• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০, ৯ রজব ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সালাহদের ক্লাব কিনতে চায় বিশ্বের এক নম্বর ধনী ব্যক্তি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ০৫:৫০ পিএম
সালাহদের ক্লাব কিনতে চায় বিশ্বের এক নম্বর ধনী ব্যক্তি
লিভারপুল ক্লাব চত্বরে সবসময় ভক্তদের ভিড় লেগেই থাকে। ছবি : সংগৃহীত

মোহাম্মাদ সালাহসহ নামী-দামী তারকায় ঠাসা লিভারপুল ক্লাব। ঠিক এই মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে তারা। ইংলিশ লিগের অন্যতম সেরা দল বলেই এর প্রতি আকর্ষণ রয়েছে অনেকেরই। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের বাবা জানিয়েছেন, 🍌তার ছেলে লি𝄹ভারপুল ক্লাব কিনতে আগ্রহী।

যুক্তরাষ্ট্রের খেলাধুলাভিত্তিক বহুমুখী প্রতিষ্ঠান ফেনওয়ে স্পোর্টস গ্রুপ ২০১০ সালে লিভারপুল কিনে নেয়। অতীতে এ প্রতিষ্ঠান লিভারপুলের জন্য বাইরের বিনিয়োগ খুঁজলেও কখনো ক্লাবকে পুরোপুরি বিক্রি করে দেওয়ার কথা ভাবেনি। তবু ইলন মাস্কের বাবা এরল মাস্কের কাছে জা❀নতে চাওয়া হয়েছিল, তার ছেলে অ্যানফিল্ডের ক্লাবটি ☂কিনতে আগ্রহী কি না।

টাইমস রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে এরল মাস্ক জানান, যুক্তরাষ্ট্রের বহুমুখী অটোমোটিভ ও ক্লিন এনার্জি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ও তার ❀ছেলে ইলন ছয়বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের কিনতে চান, ‘এটা নিয়ে আমি মন্তব্য করতে পারি না। তাহলে ওরা (ফেনওয়ে) দাম বাড়াবে।’ এরপর জানতে চাওয়া হয়েছিল, তার ছেলে সত্যি লিভারপুল কিনতে চায় কি না? এরলের উত্তর, ‘হ্যাঁ, অবশ্যই। তবে তার মানে এই নয় যে সে এটা কিনছে। হ্যাঁ, সে চায়, অবশ্যই। কে না তা চাইবে, আমিও চাই।’

গত মে মাসে যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্যভিত্তিক সাময়িকী ফোর্বসের জরিপে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ দামি ফুটবল ক্লাব হয়েছে লিভারপুল। ক্লাবটির আনুমানিক মূ🍎ল্য ৪৪৩ কোটি পাউন্ড। তবে এই দাম মাস্কের মোট সম্পদের আর্থিক মূল্যের ১ শতাংশের কিছু বেশি। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, ইলন মাস্কের মোট সম্পদের আর্থিক মূল্য ৩৪ হাজার ৩০০ কোটি পাউন্ড।

এরল মাস্ক জানিয়েছেন, ইংল্যান্ডের লিভারপুল শহরের সঙ্গে পারিবারিক যোগসূত্র রয়েছে মাস্ক পরিবারের। সে জন্যই তার সন্তান ক্লাবটি কিনতে আগ্রহী, ‘ওর (ইলন মাস্ক) নানির জন্ম লিভারপুলে। আর ꦆলিভারপুলে আমাদের আত্মীয়স্বজনও আছে। আমরা সৌভাগ্যবান যে বিটলসের (সদস্যদের) সঙ্গে ভালো পরিচয় ছিল। ওরা আমাদের পরিবারের কয়েকজনের সঙ্গেই বড় হয়েছে। তাই লিভারপুলের সঙ্গে আমাদের সংযোগটা আছে।‍‍`

 

 

Link copied!