• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


জুয়ার টাকা জোগাড়ে করতে গৃহকর্মীকে হত্যা শিক্ষার্থীর


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ০৫:২১ পিএম
জুয়ার টাকা জোগাড়ে করতে গৃহকর্মীকে হত্যা শিক্ষার্থীর

অনলাইনে জুয়া খেলে নিঃস্ব হয়ে পড়েন এক শিক্ষার্থী। বাবার কাছ থেকে ল্যাপটপ কেনার নাম করে আনা টাকাও জুয়া খেলে উড়িয়ে দেন। পরে টাকা জোগাড়ে নেমে পড়েন চুরি–ছিনতাইয়ে। ফেনী পৌরসভার এক কাউন্সিলরের বাড়িতে চুরি করতে গিয়ে ꦫছুরিকাঘাত করেন ওই বাড়ির গৃহক🌱র্মীকে। 

চাঞ্চল্যকর ‘ক্লু-লেস’ এ হত্যা মামলার তদন্তে নেমে পুলিশ ব্য💮ুরো অব ইনভ🐬েস্টিগেশন–পিবিআই এই রহস্য উদঘাটনের কথা জানিয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে এক 𝔉সংবাদ সম্মেলনে পিবিআই ফেনীর পুলিশ সুপার জয়িতা 🐲শিল্পী এসব তথ্য জানান। 

ফেনীর 🥂পিবিআই কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

অভিযুক্ত শিক্ষার্থীর নাম আবির আল রাফি। তিনি নোয়াখালীর সদর থানা🐓র চরমটুয়া গ্রামের মেজবাহ উদ্দিনের ছেলে।

সংবাদ সম্মেলনে পিবিআই ফেনীর পুলিশ সুপার জয়িতা শিল্পী বলেন, “গত ২৬ ডিসেম্বর ফেনী পৌরসভাস্থ ফলেশ্বর এলাকা🔯র সাবেক কমিশনার ফারুকের বাড়িতে গৃহকর্মী মাসুদাকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যান একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আবির আল রাফি। হত্যাকাণ্ডের পর নিজের পরনের রক্তমাখা জামা কলেজের পেছনের ড্💃রেনে ফেলে দিয়ে চট্টগ্রামে আত্মগোপনে চলে যান তিনি। প্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের হাটহাজারী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।”

পিবিআই পুলিশ সুপার আরও বলেন, “জিজ্ঞাসাবাদে আবির আল রাফি জানান, বেশ কিছুদিন ধরে অনলাইনে জুয়া খেলে লোকসানে পড়েন। সেই টাকা জোগাড় করতে ল্যাপটপের কথা বলে বাবার কাছ থেকে টাকা আনেন। বাবার দেওয়া টাকাও জুয়া খেলে উড়🐎িয়ে দেন তিনি। পরে জুয়ার নেশায় টাকা 𒐪জোগাড়ে চুরি–ছিনতাইয়ে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ফারুক কমিশনারের বাড়িতে চুরি করতে ঢোকেন। এসময় ফারুকের গৃহকর্মী রাফিকে দেখে ফেলায় ছুরিকাঘাত করে পালিয়ে যান তিনি। পরে গৃহকর্মীর মৃত্যু হলে ওই ঘটনায় ফেনী মডেল থানায় মামলা হয়। পিবিআই ছায়াতদন্ত করে ঘটনার রহস্য উদঘাটনসহ আসামিকে গ্রেপ্তার করে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!