• ঢাকা
  • শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০, ১০ রজব ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


তালাবদ্ধ বাসার টয়লেট থেকে সাবেক কাউন্সিলর গ্রেপ্তার


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ০৪:০১ পিএম
তালাবদ্ধ বাসার টয়লেট থেকে সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

বগুড়া জেলা যুবলীগের সহসভাপতি ১৮ মামলার আস𝔉ামি আলহাজ শেখকে (৫৩) তালাবদ্ধ বাসার টয়লেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) গভীর রাতে শহরের সূত্রাপুর এলাকায় তিন ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তাকে গ্রে🤪প্তার করা হয়।

আলহাজ শেখ বগুড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্🌄ডের সাবেক কাউন্সি𒈔লর।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফ এম মঈনুদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গ্রেপ্তারের পর আলহাজ শেখকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। জুলাই-আগস্টে ছাত্র-☂জনতার আন্দোলনে হত্যাসহ ১৮টি মামলা হয় আলহাজের বিরুদ্ধে। তার বিরুদ্ধে আগেও মামল𒊎া রয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। 

পুলিশ জানায়, গত ৫ আগস্টের পর আত্মগোপনে ছিলেন যুবলীগ নেতা আলহাজ শেখ। মঙ্গলবার রাতে পুলিশের কাছে তথ্য আসে তিনি তার বাড়িতেই অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে রাত ১২টার দিকে সদর থানা ও ডিবি পুলিꦯশের যৌথ টিম শহরের গোহাইল রোডে সূত্রাপুর এলাকায় আলহাজ শেখের বাসায় অভিযান চালায়। আটতলা ভবনের সব ইউনিটে তল্লাশি করেও পুলিশ আলহাজকে পায়নি। একপর্যায়ে ভবনের ছাদে গিয়ে পুলিশ দেখতে পায়, সিঁড়িঘরের দরজা খোলা। তাতে পুলিশের সন্দেহ হয়, আলহাজ ছাদ দিয়ে পালিয়ে গিয়ে থাকতে পারে।

সেই সন্দেহ থেকে পুলিশ পাশের আরেকটি আটতলা ভবনে তল্লাশি চালায়। একপর্যা💃য়ে পুলিশ দেখতে পায় আটতলার একটি ফ্ল্যাট তালাবদ্ধ। পুলিশ ওই বাসার মালিককে ফোন করলে তিনি বলেন, বাসায় তালা দিয়ে তিনি স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় রওনা হয়েছেন। এ সময় পুলিশ ওই বাসার তালা ভেঙে তল্লাশি করতে চাইলে মালিক চাবি পৌঁছে দেন। পরে রাত ৩টার দিকে তালাবদ্ধ ফ্ল্যাট খুলে টয়লেট থেকে আলহাজকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর আলহাজ শেখ পুলিশকে জানান🌞, গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পরপরই তিনি আত্মগোপনে ছিলেন। গত ৩০ ডিসেম্বর রাতে বাড়ি ফেরেন। এরপর থেকে তিনি নিজ বাড়িতেই অবস্থান করছিলেন।

Link copied!