এবার সাতক্ষীরার কলারোয়া উপজেলার এক মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গব🐼ন্ধু’ লেখা ভেসে উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ল🍨েখাটি দেখে অবাক হয়েছেন মসজিদের ইমাম।
সোমবার (🍎৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার শেখ আমানুল্লাহ কলেজ সংলগ্ন ইউরেকা ফুয়েল পাম্প কমপ্লেক্স জামে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে এই লেখা ভেসে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে প♏ুলিশ।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, এ দিন মাগরিবের নামাজের পর তার𒁃া চা খেতে পৌরসভার শেখ আমানুল্লাহ কলেজ সংলগ্ন ইউরেকা ফুয়েল পাম্প কমপ্লেক্স জামে মসজিদের সামনে যান। হঠাৎ মসজিদের দোতলার বাইরের দেয়ালে থাকা ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বিডি-৭১ হ্যাকার’ লেখা ভেসে যেতে দেখতে পান। এভাবে দুই মিনিট চলার পর বিদ্যুৎ চলে যায়।
বিষয়টি ভালো করে দেখার জন্য তারা অপেক্ষা করতে থাকেন। কিছুকꦗ্ষণ পর বিদ্যুৎ এলে সেই বোর্ডে পুনরায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বিডি-৭১ হ্যাকার’ লেখা ভাসতে থাকে।। সে সময় ওই মসজিদের দায়িত্বরত ইমাম তরিকুল ইসলামকে ডেকে এনে দৃশ্যটি দেখালে ইমাম সাহেবও আশ্চর্য হয়ে যান। তাৎক্ষনিক ডিজিটাল সাইনবোর্ডের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেন ইমাম।
এ বিষয়ে মসজিদের ইমাম তরিকুল ইসলাম বলেন, “বিষয়টি দেখে আমি হতবাক। কীভাবে এটি ভেসে উঠ🌃ল, কিছুই বুঝতে পারছি না। সঙ্গে সঙ্গে ডিজিটাল সাইনবোর্ডের বিদ্যুতের সুইচ বন্ধ করে দিয়েছি। পরে মসজিদ কর্তৃপ🦩ক্ষ এসে সাইনবোর্ডটি খুলে ফেলেন। কারা এটি করেছে, সে বিষয়ে আমি কিছুই জানি না।”
খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে থানা পু๊লিশের একটি দল সেখানে যান। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্ম🌠কর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, “এ ঘটনায় মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
এর আগে গত ৪ জানুয়ারি সন্ধ্যায় নড়াইলের লোহাগড়া উপজেলার সরকারি আদর্শ কলেজের ডিজিটাল সাইনবোর্ডে ছাত্রলীগের ফেরার বিষয়টি প্রচার করা হয়। ওই ঘটনায় কলেজের তিন কর্মচারীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গত বুধবার (২ জানুয়༒ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে ওঠে ‘আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে’।