• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০, ৯ রজব ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বাংলাদেশ প্রিমিয়ার লিগ

দেশি খেলোয়াড় নিয়েই মোহামেডানকে হারালো আবাহনী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫, ০৬:২৪ পিএম
দেশি খেলোয়াড় নিয়েই মোহামেডানকে হারালো আবাহনী
গোলের পর উচ্ছ্বসিত আবাহনীর ইব্রাহিম (বাঁয়ে)। ছবি : সংগৃহীত

একসময় যাদের ফুটবল লড়াই দেখতে ঢাকা স্টেডিয়ামে উপস্থিত হতো ৫০-৬০ হাজার দর্শক, যে খেলা থাকতো পত্রিকার প্রধান খবর, এখন সেই ম্যাচেও দর্শক তেমনটি হয় না। তবে মোহামেডান-আবাহনী বলে কথা। সেই সಌোনালী দিন এখন ধূসর হলেও মাঠে🌊র লড়াইয়ে এখনো মেলে প্রতিদ্বন্দ্বিতার আভাস।

মঙ্গলবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত 🎀স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের বাংলাদেশ প্রিমিয়ার লিগের এই লড়াইয়ে শেষ হাসি হেসেছে আবাহনী।

মাঝমাঠে বল দখলের লড়াই। ছবি : সংগৃহীত

ঢাকা আবাহনী এই মৌসুমে বিদেশি ফুটবলার ছাড়াই খেলছে। বাংলাদেশের ফুটবলে বিদেশি ফুটবলাররা ম্যাচের নিয়ন্ত্রক হলেও আবাহনী দেশি ফুটবলার দিয়েই বাজিমাওত করছে। জাতীয় দলে এক সময় নিয়মিত ফরোয়ার্ড ইব্রাহিমের একমাত্র গোলে মোহামেডানকে পরাজিত করেছে। দ্বিতীয়ার্ধে ইব্রাহিম জয়সূচক গোলটি করেন। বক্সের মধ্যে তার উদ্দ🅺েশ্যে বাড়ানো নিচু ক্রস ইব্রাহিম বেশ ঠান্ডা মাথায় প্লেসিংয়ে মোহামেডানের গোলরক্ষককে পরাস্ত করেন।

৭৪ মি💖নিটে মোহামেডান পিছিয়ে পড়ার পর খেলায় ফেরার আপ্রাণ চেষ্টা করে। আবাহনী বক্সে বেশ কয়েকবার জোরালো আক্রমণ করলেও গোল করতে পারেনি। আবাহনী গোলরক্ষক মিতুল মারমা ও ডিফেন্ডাররা মোহামেডানকে গোলবঞ্চিত করেন। মোহামেডানের অধিনায়ক সুলেমানꦫ দিয়াবাতে এই ম্যাচে তেমন সুবিধা করতে পারেননি।

ঢাকা আবাহনী চলমান মৌসুমে একমাত্র মোহামেডানের বিপক্ষেই হেরেছিল꧑। প্রিমিয়ার লিগের ম্যাচে এই কুমিল্লাতেই মোহামেডান ১-০ গোলে আবജাহনীকে হারিয়েছিল। সেই ম্যাচের একমাত্র জয়সূচক গোলদাতা ছিলেন অধিনায়ক দিয়াবাতে। আবাহনী মোহামেডানের সেই হারের মধুর প্রতিশোধ নিল ফেডারেশন কাপে।

মোহামেডান প্রিমিয়ার লিগে টানা ৬ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে এককভাবে শীর্ষে। ফেডারেশন কাপে অবশ্য মোহামেডান ধুকছে। তিন ম্যাচের মধ্যে দু’টিতেই হেরেছে। ‘বি’ গ্রুপে পাঁচ দলের মধ্যে শীর্ষ দুই দল পরের ধাপে যাবে। দুই হারে মোহামꦍেডানের পরের পর্বে খেলা খানিকটা কঠিনই হয়ে পড়ছে।

আবাহনী এবার অপেক্ষাকৃত দুর্বল দল হলেও কোচ মারুফের কৌশল এবং খেলোয়াড়দের একাত্মতায় মাঠে অন্যদের পরাজিত করছে প্🌺রতিনিয়ত। ফেডারেশন কাপ ও লিগ মিলিয়ে আবাহনী ৮ ম্যাচ খেলেছে। এর মধ্যে মাত্র এক ম্যাচেই আবাহনী গোল হজম করেছে। বাকি সাত ম্যাচে আবাহনীর জালে কেউ বলই পাঠাতে পারেনি।

‘বি’ গ্রুপের অন্য ম্যাচে ফকিরেরপ💯ুল ও চট্টগ্রাম আবাহনীর মধ্যকার ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছে।

Link copied!