• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সুয়ারেজ জেতালেন মেসিবিহীন মায়ামিকে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৪, ০৫:২৫ পিএম
সুয়ারেজ জেতালেন মেসিবিহীন মায়ামিকে
মায়ামির লুইস সুয়ারেজের গোল উদযাপন। ছবি : সংগৃহীত

ইনজুরিত পড়ায় মাঠে ছিলেন না বিশ্বতারকা লিওনেল মেসি। আর্জেন্টিনার এই তারকাকে ꦫছাড়া মেজর লিগ সকারে (এমএলএস) ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের✱ আগেই চাপে ছিল ইন্টার মায়ামি। মেসি মায়ামিতে নাম লেখানোর পর তাকে ছাড়া আগের সাত ম্যাচের একটিতেও জয়ের দেখা মেলেনি ফ্লোরিডার ক্লাবটির। 

রোববার মায়ামির সেই চাপ বুঝতেই দিলেন না বার্সেলোনায় মে𓃲সির দীর্ঘদিনের  সতীর্থ ও বন্ধু লুইস সুয়ারেজ। সুয়ারেজ বদলি নেমে ডিসি ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। এখন পর্যন্ত মায়া🐷মির হয়ে ৭ ম্যাচে ৬ গোল করেছেন উরুগুয়ের ফুটবল তারকা সুয়ারেজ।

ডিসি ইউনাইটেডেܫর মাঠে এদিনও মেসিকে ছাড়া শুরুটা ভালো হয়নি মায়ামির। ম্যাচের ১৪ মিনিটে ডিসি ইউনাইটেডকে লিড এনে দেন জারেড স্টুরোড। তবে ১০ মিনিট পরই লিওনার্দো কাম্পানার গোলে ম্যাচে সমতা ফেরায় মায়ামি। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর ৬২ মিনিটে রবার্ট টেলরের বদলি হিসেবে সুয়ারেজকে মাঠে নামান কোচ জেরার্দো মার্তিনো। মাঠে নেমে অসাধারণ এক দলীয় আক্র𝐆মণ থেকে ম্যাচের ৭২ মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়ান উরুগুইয়ান স্ট্রাইকার।&nܫbsp;

৮৫ মিনিটে মিয়ামির স্কোরলাইন ৩-১ করেন সুয়ারেজই। এবার বক্সের ভেতর তিন ডিফেন্ডারের ফাঁদ এড়িয়ে বার ঘেঁষে শট নেন সুয়ারেজ। গোলকিপার বলে হাত লাগিয়েও শেষ পর্যন্ত বাঁচাতে পারেনি গোল। এ জয়ে এমএলএসের ইস্টার𝔉্ন কনফারেন্সে শীর্ষ স্থানেই থাকল মায়ামি। ৫ ম্যাচে তাদের পয়েন্ট ১০।

 

Link copied!