• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ইউরোর পর স্পেনের নজর এবার বিশ্বকাপে, জানালেন ফুয়েন্তে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৪, ০১:৫৮ পিএম
ইউরোর পর স্পেনের নজর এবার বিশ্বকাপে, জানালেন ফুয়েন্তে
স্পেনের কোচ লুই দে লা ফুয়েন্তে। ছবি : সংগৃহীত

ইতালি, জার্মানি, ফ্রান্সের পর ইংল্যান্ড। বিশ্বের অন্যতম বড় ফুটবল শক্তি ইংল্যান্ডকে ফাইনালে হারিয়ে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে স্পেন। তবে ইউরো জিতেই থেমে থাকতে চায় না তারা। লক্ষ্য দু’বছর পরের বিশ্বকাপ। স্পেনের কোচ লুই দে লা ফুয়েন্তে স্পষ্ট জানিয়ে দিলেন, এই দলের আগামী 💃দিনে আরও ট্রফি জেতার ক্ষমতা রয়েছে।

ফুয়েন্তে বলেছেন, ‘ওরা যা করেছে তার পরে উন্নতি করতে বলাটা ঠিক দেখায় না। কিন্তু আমি জান🐈ি ওরা আগামী দিনে আরও ভাল খেলবে। ওরা ক্লান্ত হয় না। সব সময়ে কিছু না কিছু জিততে চাই। আজ ওরা গর্বিত। আশা করি এই প্রজন্মের সব ফুটবলারেরা গর্বিত হবে ওদের দেখে। বিশ্বকাপ শিরোপা জয় সহ লম্বা ভবিষ্যৎ অপেক্ষা করে রয়েছে ওদের জন্য।’

কোচ হয়ে আসার পর সমালোচনার মুখে পড়তে হয়েছিল ফুয়েন্তেকে। বেশির ভাগই তার নাম শোনেননি। চিনতেনও না। সেই ফুয়েন্তে এখন গোটা বিশ্বের নজরে। স্পেনের কোচ ধন্যবাদ জানিয়েছেন দেশের ফুটবল সংস্থাকে। বলেছেন, ‘আমি নিজের দর্শনটা ছড়িয়ে দিতে চেয়েছিলাম। জানতাম ছেলেরা সে🌌টা মাঠে করে দেখাতে পারবে। কেউ যাতে আমাদের খেলা ধরে রাখতে না পারে সেটা চেয়েছিলাম। আমি ভাগ্যবান যে খেলোয়াড়েরা আমার উপরে বিশ্বাস রেখেছে এবং যা বলেছি সেটাই করেছে।’

স্পেনের গোলদা🎀তা নিকো উইলিয়ামস বলেছেন, ‘এই অনুভূতি কেমন সেটা বলে বোঝাতে পারব না। দেশের মানুষের জন্য এটা দরকার ছিল।’

স্পেনে🀅র জয়সূচক গোলদাতা করেন মিকেল ওয়ারজাবাল বলেন, ‘আমার যে কাজটা করার দরকার ছিল সেটাই করেছি। দলকে জে🍬তাতে পেরে খুশি।’ 

Link copied!