• ঢাকা
  • বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫, ,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মেলবোর্নে লজ্জার হার ভারতের

নিজের ব্যর্থতা ঢাকতে বাংলাদেশি সাহসী আম্পায়ারকে খোঁচা অশ্বীনের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৪, ০৩:৪২ পিএম
নিজের ব্যর্থতা ঢাকতে বাংলাদেশি সাহসী আম্পায়ারকে খোঁচা অশ্বীনের
রবিচন্দ্রন অশ্বিন। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্টে লজ্জাজনকভাবে পরাজিত হয়ে হয়তো ভারতের খেলোয়াড়দের কারো কারো মগজে পচন ধরেছে। তা নাহলে যেখানে বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের ব্যাপারে বিশ্ববরেণ্য ক্রিকেট তারকা, আম্পায়ার ও ধারাভাষ্যকাররা প্রশংসায় পঞ্চমুখ, সেখানে সদ্য অবসর নেওয়া রবিচন্দ্রন অশ্বিন কীভাবে তাকে খোঁচা মারলেন। যশস্বী জসোয়ালকে যখন ফিল্ড আম্পায়ার আউট দেননি, তখন বোলার রিভিউ নেন। রিভিউ অনুযায়ী সৈকত অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে আউট দেন। এরপরই এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। তবে সাবেক অজি লিজেন্ড রিকি পন্টিং, সাবেক অজি আম্পায়ার টফেল, ভারতের ধারাভাষ্যকার ও সাবেক স্পিন তারকা রবি শাস্ত্রী সৈকতের প🤪্রশংসা করেন সাহসী পদক্ষেপের কারণে। ভারতের অধিনায়ক রোহিত শর্মাও পর্যন্ত বলেছেন সৈকত তার ঠিক আছেন। সেখানে অশ্বীন খোঁচা দিয়ে বলেছেন, ‍‍`সৈকতকে স্নিকোমিটারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা উচিত।‍‍` ভারত এই টেস্টে ১৮৪ রানের বিরাট ব্যবধানে পরাজিত হয়ে সিরিজে ১-২ ম্যাচে পিছিয়ে পড়েছে। তাদের সিরিজ জয়ের স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছে অজি ব্যাটার ও বোলাররা। বলা যায়, ভারত দল পাত্তাই পায়নি প্যাট কামিন্সদের কাছে এবং তাদের অহংকারও ধূলোয় মিশে গেছে। স্নিকোমিটারও কোনো সিদ্ধান্ত দিতে পারেনি। তাই সৈকত ইচ্ছে করলে নট আউট দিতেও পারতেন। কিন্তু সৈকত সাহসের পরিচয় দিয়ে আউট দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে স্ট্যাটস দিয়🅺েছেন। অবশ্য সেখানে সবশেষে অশ্বীন বলেন, ‍‍`আমি এটা মজা করেই বলেছি।‍‍`

Link copied!