নামী-দামী সব বিশ্ব তারকাদের ব🐠িদায়ে চলতি ইউএস ওপেন টেনিস আসরের জৌলুস অনেকটাই কমে গেছে। নোভাক জোকোভিচ, কার্লোস আলকারাজ ও কোকো গফ হেরে গেছেন কোয়ার্টার ফাইনালের আগেই। এখন টিকে থাকা তারকাদের মধ্যে অন্যতম হলেন বিশ্বের এক নম্বর নারী টেনিস তারকা পোল্যান্ডের ইগা সুয়াতেক। এবার দারুণ আসরের কোয়ার্টার ফাইনালে উঠেছেন তিনি।
মঙ্গলবার ভোরে অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের ম্যাচে সরাসরি ৬-৪ ও ৬-১ সেটে তিনি পরাজিত করেন ষোড়শ বাছ♊াই রাশিয়ার সামসোনভাকে। প্রথম সেটে কিছুটা লড়াই করেন রুশ তারকা। কিন্তু দ্বিতীয় সেটে তাকে পাত্তাই দেননি সুয়াতেক।
পাঁচবারের গ্রান্ড স্লাম শিরোপা জয়ী ২৩ বছর বয়সী সুয়াতেক প্রথম ও দ্বিতীয় রাউন্ডে মোটামুটি লড়াই করে জিতেছেন। সেই তুলনায় তৃতীয় রাউন্ড ও চতুর্থ রাউন্ডে সহজেই হারিয়ে দিয়েছেন💜 প্রতিপক্ষকে।
২০২২ সালের চ্যাম্পিয়ন𝄹, শীর্ষ বাছাই সুয়াতেকের লক্ষ্য, শিরোপা পুনরুদ্ধার করা। পাঁচটি গ্রান্ড স্লাম শিরোপা জয়ী সুয়াতেক অসাধারণ নৈপূন্য দেখিয়ে এগিয়ে য🐟াচ্ছেন সেই পথেই।
আর মাত্র তিন ম্যাচ জিতলেই ফের ইউএস ওপেন টেনিস টুর্নামেন্টের শিরোপা লাভ করবেন এইꦿ পোলিশ তারকা।