বিশ্বের অন্যতম জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। পরবর্ඣতী বিপি🙈এল শুরু হওয়ার কথা আগামী ডিসেম্বরে। সূচি এখনও চূড়ান্ত না হলেও বিপিএলের একাদশ আসরকে সামনে রেখে ফ্র্যাঞ্চাইজিগুলো ইতোমধ্যে নিজেদের পরিকল্পনা সাজানো শুরু করেছে।
বিপিএলের আসন্ন আসরে ফ্র্যাঞ্চাইজির মালিকানায় থাকবেন ঢালিউডের কিং খান খ্যাত শাকিব খানের কোম্পানি র🌼িমার্ক-হারল্যা🌳ন।
ঢাকার দলের নামের ভার সমর্থকদের হাতে ছেড়ে দিয়েছিলেন ঢাকার মালিকপক্ষ। ফেসবুকের জনমতের ভিত্তিতে ﷺঅবশেষে চূড়ান্ত হ꧑য়েছে নাম। আগামী ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা ক্যাপিটালস নাম নিয়ে আসছে এই ফ্র্যাঞ্চাইজিটি।দলটির নির্ভরযোগ্য একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
প্রসাধনী ও হোম কেয়ার পণ্যের প্রতিষ্ঠান রিমার্ক-হারল্📖যানের পরিচালক হলেন বাংলা সিনেমার স♛ুপারস্টার শাকিব খান। রূপালী পর্দার জগত থেকে এবার তিনি নাম লেখালেন ক্রিকেটাঙ্গনে। ইতোমধ্যেই সাইনিংমানিসহ কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে বলে সূত্রটি জানিয়েছে।