ইসরায়েলে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি সংবাদমাধ্য♚মগুলো বলছে, ইরান অন্তত ১৫০টি ব্যালিস্টিক ক👍্ষেপণাস্ত্র ছুড়েছে। এ ছাড়া বেশ কিছু সংখ্যক ড্রোনও ছোড়া হয়েছে। অবশ্য হামলায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।ইর
তবে হামলার পর মুখ খু🅰লেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, তেহরান তেল আবিবে হামলা চালিয়ে বড় ভুল করেছে। তাদেরকে এর মূল্য দিতে হবে।
টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গাজার পর লেবাননে সামরিক আগ্রাসনের জবাবে মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ইসরাইলের ভূখণ্ডে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইর𝕴ান। এ হামলার লক্ষ্যবস্তু ইসরাইলের রাজধানী তেল আবিবের তিনটি সামরিক ঘাঁটি ছিল বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
ইরানের এ হামলার পর নিজস্ব নিরাপত্তা🀅 পরিষদের সঙ্গে বৈঠকে বসেন নেতানিয়াহু। বৈঠক শুরুর আগে ইরানের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ🅺্চারণ করেন তিনি। এছাড়া নেতানিয়াহু দাবি করেন, ইরানের হামলা ব্যর্থ হয়েছে।
নেতানিয়াহু বলেন, ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থার কল্যাﷺণে ইরানের হামলা নস্যাৎ করা সম্ভব হয়েছে। আমাদের প্রতিরক্ষাব্যবস্থা বিশ্বের সব♋চেয়ে উন্নত।
তিনি বলেন, ইরান তাদের প্রতিরক্ষার দৃঢ় সংকল্প এবং জবাব দেওয়ার দৃঢ় সংকল্প বোঝে না। (হামাস নেতা) ইয়াহিয়া সিনওয়ার বোঝেনি, (হিজবুল্লাহ প্রধান) মোহাম্মদ দেইফ বোঝেনি, হাসান নাসরুল্লাহ বোঝেনি, প্রধান সামরিক কমান্ডার ফুয়াদ সুখরও বোঝেনি। খুব সম্ভবত তেহরানে যারা আছে তারা🤡ও বোঝে না। তারা বুঝবে যে, তািদের ওপর যারা হামলা চালায়, ইসরাইলও তার ওপর হামলা চালাবে।
নেতানিয়াহু আরও দাবি করেন, ইরানের প্রক্সি বাহিনী ব্যর্থ হচ্ছে। তারা জয়ী হচ্ছেন, আর তারাই জয়ী হবেন এবং যুদ্ধের যত লক্ষ্য আছে, তার সবᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚই অর্জন ♛করবেন।
ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) মুখপাত্র দানিয়েল হাগারি টেলিভিশনে ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলি বাহিনী💞 এই হামলা প্রতিরোধ এবং প্রতিশোধ নিতে সম্পূর্ণ প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, ঠিক সময়মতোই এর জবাব দেওয়া হবে।