সেই ২৭ বছর আগে, ১৯৯৮ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আয়োজন হয়েছিল বাংলাদেশে♉। সেবার শিরোপা জিতেছিল দক্ষিণ আফ্রিকা ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে। যা তাদ𝔍ের বড় আসরে প্রথম সাফল্য।
টানা তৃতীয় আইসিসি ইভেন্টের ফাইনালে ওঠার লক্ষ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দল ঘোষ🦂ণা করলো প্রোটিয়ারা। গতবছর তারা আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। এরপর সম্প্রতি তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার টিকিটও হাতে পেয়ে গেছে। সেখানে প্রোটিয়ারা মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। এবার ওডিআই ওয়ানডে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের লক্ষ্যে দল বানাল তারা। ফাস্ট বোলার লুঙ্গি এনগিদি এবং এনরিখ নরকিয়া সুযোগ পেয়েছেন স্কোয়াডে। তারা চোটের জন্য গতবছরে অধিকাংশ ম্যাচই খেলতে পারেননি জাতীয় দলের হয়ে।
পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেলার কথা ছিল নরকিয়ার। কিন্তু পায়ের পাতার ফ্র্যাকচারের কারণে তিনি সেখানে খেলতে পারেননি। আর সেই সিরিজ থেকে❀ এনগিদি ছিটকে গেছিলেন কুঁচকির চোটের কারণে। দুই ক্রিকেটꩵারই ফিট হয়ে সাউথ আফ্রিকা টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন। তাদেরই এবার ডাক পড়ল জাতীয় দলে।
টেম🌊্বা বাভুমার অধিনায়কত্বে যে দল ঘোষণা করা হয়েছে, তাদের দলের দশ ক্রিকেটারই ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলেছিলেন। দলে নতুন মুখ বলতে মুল্ডার, টনি দি জর্জি ও রায়ান রিকেলটন। দল থেকে💙 বাদ পড়়েছেন জেরাল্ড কোয়েটজি। ২০২৩ সালে তিনি ওডিআই বিশ্বকাপে দলের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন। কিন্তু শ্রীলঙ্কা সিরিজে ডার্বান টেস্টে কুঁচকিতে চোট পান তিনি, এরপর ফিট হলেও তাকে স্কোয়াডে রাখেনি প্রোটিয়া ক্রিকেট বোর্ড।
গ্রুপ বিতে থাকা দক্ষিণ আফ্রিকা দল চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করবে ২১ ফেবরুয়ারি আফগানিস্তানের বির🌜ুদ্ধে।
দক্ষিণ আফ্রিকার প্রাথমিক স্কোয়াড: অধিনায়ক টেম্বা বাভুমা, টনি দি জর্জি, মার্কো জানসেন, এনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, আইদেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি, এনরিখ নরকিয়া, কাজিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরেজ শামসি, ত্রিস্টান স🍸্টাবস ও রাসি ভ্যান ডার দাসেন।