বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেট অলাউন্ডার সাকিব আল হাসান। শত রেকর্ডের মালিক বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যার অবস্থান সবচেয়ে গৌরবের জায়গায়। দশ বছর আগের এই দিনে (১২ জানুয়ারি, ২০১৫) সাকিব ব♚িশ্ব ক্রিকেটে একই সঙ্গে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে ছিলেন র্যাঙ্কিংয়ের এক নম্বরে।
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের মতো এমন দুর্লভ সম্মান লাভকারী দ্বিতীয় ক্রিকেটার আর নেই। আগামী একশ’ বছরেও এমন সৌভাগ্যবান দ্বিতীয় কেউ উঠে আসবেন কিনা সন্দেহ। শুধু কি তাই, প্রায় দশ বছর যাবত তিন ফরম্যাটে সেরা ৪/৫ জনের মধ্যে ছিলেন এই বাঁ হাতি স্পিন অলরাউন্ডার। যেই রেকর্ডও নেই বিশ্ব ক্রিকেটে। সাকিব ক্রিকেট ছেড়ে চলে যাবেন। হয়তো ক্রিকেটের সঙ্গে জড়িত থাকবেন কোচ বা ধারাভাষ্যকার হিসেবে। তবে তিনি খেলোয়াড় হিসেবে যে বি༒শাল সব রেকর্ড গড়েছেন, তা চির অক্ষত থাকবে, যতদিন পৃথিবীতে এই খেলার প্রচলন থাকবে।
২০১৫ সালের ১২ জানুয়ারী একসাথে তিন ফরম্যাটেই এক নম্বর অলরাউন্ডার🌠 হয়েছিলেন সাকিব; দুনিয়ায় এই কীর্তি একমাত্র সাকিবেরই দখলে রয়েছে। যেখানে বাঘা বাঘা শতাধিক অলরাউন্ডার এসেছেন বিশ্ব ক্রিকেটে। ভারতের কপিল দেব থেকে শুরু করে ইংল্যান্ডের বেন স্টোকস, পাকিস্তানের ইমরান খান কিংবা নিউজিল্যান্ডের ডানিয়েল ভেট্টরি, পাকিস্তানের শহীদ আফ্রিদি কিংবা নিউজিল্যান্ডের রিচার্ড হ্যাডলি, অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন কিংবা ইংল্যান্ডের ইয়ান বোথাম, ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্স কিংবা দক্ষিণ আফ্রিকা🎉র জ্যাক ক্যালিস- এই সব খ্যাতিমান বিশ্ববরেণ্য অলরাউন্ডারের পাশে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশের সাকিব। কারণ, তারা কেউ তিন ফরম্যাটে একই সঙ্গে সেরা ছিলেন না।
১২ জানুয়ারী সেই কীর্তির দশ বছর পূর্তি। এমন একটা দিন, যেদিন চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল ঘোষণা হয়েছে; আর সেখানে নেই সাকিবের নামটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইচ্ছে করলে শুধু ব্যাটার হিসেবেও তাকে দলে রাখতে পারতো। কিন্তু ইচ্ছে না থাকলে তো আর জোর করে কাউকে দিয়ে সম্মানী ব্যক্তিতে সম্মান জানানোর অভ্যাস করানো যায় না। সাকিবের বোলিং নিয়ে কিছুটা সমস্যা রয়েছে, সেটাও একটা দূর্ঘটনার কারণে। তাকে শুধুমাত্র বোলিংয়ে নিষিদ্ধ করা হয়েছে, ব্যাটিংয়ে নয়। ফলে তাকে কিছুটা সম্মান করতে পারতো বিসিবি। যেই সাকিব বিশ্ব ক্রিকেট অঙ্গনে বাংলাদেশের সুনাম যে কত উপরে নিয়ে গেছেন, তার পরিমাপ করা যাবে না। অনেকেই তার কারণে চেনে বাংলাদেশকে। যেমন, জোকোভিচের জন্য চেনে সার্বিয়াকে, উসাইন বোল্টের জন্য চেনে জ্যামাইকাকে, দিদিয়ার দ্রোগবার কারণে 🌄চেনে আইভোরি কোস্টকে, ইমরান খানের জন্য চেনে পাকিস্তানকেম শচীন টেন্ডুলকারের জন্য চেনে ভা𒀰রতকে।