‘সোল ম্যান’, ‘হোল্ড অন, আই’ ম কামিং’খ্যাত মার্কিন সংগীতশিল্পী স্যাম মুর আর নেই। শুক্রবার (১০ জানুয়ারি) ফ্লোরিডার কোরাল গ্যাবলসে মারা যান তিনি। জানা যায়, একটি অস্ত্রোপচারের পর কিছু জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকꦐালে তার বয়স হয়েছিলো ৮৯ বছর।
স্যাম মুর ছিলেন গ্র্যামি-জয়ী সংগীতশিল্পী। তার গাওয়া ‘সোল ম্যান’, ‘কল অ্যান্ড রেসপন্স’ গান দু’টি এখনও ক্ল্যাসি𝓰ক হয়ে আছে। দু’টি গানই বিলবোর্ডের হট আরএন্ডবি সিঙ্গেলস চার্টে ১ নম্বরে ছিল। তার গাওয়া ‘আই থ্যাঙ্ক ইউ’ এবং ‘হোয়েন সামথিং ইজ রং উইথ মাই বেবি’ ভীষণ জনপ্রিয়তা পায়।
ষাটের দশকে সংগীতশিল্পী ডেভের সঙ্গে জুটি বেঁধে গাইতেন স্যাম। তারা ‘স্যাম অ্যান্ড ডেভ’ নামে পরিচিত ছিলেন। ১৯৬৮ সালে মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যার পর ম্যাডিসন স্কয়ার গার্ডেনে তার স্মারক কনসার্টে পারফর্ম করেন স্যাম-ডেভ। তাদের জুটি ১৯৯২ সালে রক অ্যান্ড রোল হল অফ ফেমে অন্তর্ভুক্ত হয়।
স্যাম ও ডেভ স্যাম ও ডেভ
১৯৮৮ সালে এক কা𒉰র দুর্ঘটনায় মৃত্যু হয় ডেভের এবং এই জুটির অবসান ঘটে।
উল্লেখ্য, ১৯৩৫ সালে মিয়ামিতে জন্মগ্রহণ করেন স্যাম। জীবনের প্রথ🦩মদিকে তিনি গির্জায় গান গাইতেন। পরে গানকে পেশা হ༒িসেবে বেছে নেন। একসময় মুর গসপেল থেকে পপ সংগীতে চলে আসেন এবং আজীবন পপ সংগীত গেয়েছেন।
সূত্র: বিলবোর্ড