• ঢাকা
  • রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ২৮ পৌষ ১৪৩০, ১২ রজব ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ধূমপান ছাড়ার ঘোষণা আমির খানের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫, ১১:৩২ এএম
ধূমপান ছাড়ার ঘোষণা আমির খানের
আমির খান। ছবি: সংগৃহীত

 ধূমপান ছাড়ার ঘোষণা দিয়েছেন🌊 বলিউড সুপারস্টার আমির খান। হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, সম্প্রতি মুম্বাইয়ে এক অনুষ🃏্ঠানে ধূমপান ছাড়ার ঘোষণা এই নায়ক। একটি অনুষ্ঠানে ছেলে জুনায়েদ খানের সামনে ধূমপান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

শুক্রবার (১০ জানুয়ারি) ছেলে জুনায়েদ খানের নতুন রোমান্টিক–কমেডি সিনেমা ‘লাভইয়াপা’র ট্রেলার প্রকাশ অনুষ🍎্ঠান ছিল। এ অনুষ্ঠানেই আমির ধূমপান ছাড়ার কথা বলেন। আমির খান এর আগে ধূমপানের বদভ্যাসের কথা খোলাখুলি স্বীকার করেছিলেন। জানিয়েছিলেন, তার প্রাক্তন স্ত্রী কিরণ রাও সিগারেটের ধোঁয়া ভীষণ অপছন্দ করতেন।

বয়স বাড়ছে♔ তাই স্বাস্থ্য আর পরিবারের কথা চিন্তা করে বড় সিদ্ধান্ত নিয়েছেন আমির। অভিনেতা জানান, তিনি বেশ কিছুদিন ধরেই ছেড়ে সিগারেটের নেশা ত্যাগ করার কথা ভাবছিলেন।

শুক্রবার রাতেও আম🌌ির স্বীকার করেছেন যে তিনি ধূমপান ‘উপভোগ করেন’, বছরের পর বছর ধরে এতে আসক্ত। তবে 𒆙এটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তরুণ প্রজন্মকে বারবার স্মরণ করান ‘মিস্টার পারফেকশনিস্ট’।

শুক্রবার আমির ছেলꦑেকে পাশে নিয়ে বলেন, ‘আমি ধূমপান ছেড়ে দিয়েছি, ধূমপান এমন একটি🃏 বিষয়, যা আমি খুব পছন্দ করি। তামাক এমন একটি জিনিস, যা আমি উপভোগ করি। এটা স্বাস্থ্যের জন্য ভালো নয়। কারও এটা করা উচিত নয়।’

আমির আরও বলেন, ‘খুব আনন্দের সঙ্গে বলছি যে আমি এই খারাপ অভ্যাস ছেড়ে দিয়েছি। আর যারা দেখছেন বা শুনছেন, তাদেরও বলতে চাই, দয়া করে এটা বন্ধ করুন। এটা কোনো ভালো অভ্যাস নয়। আমার মনে হচ্ছিল আমি ধূমপান ছেড়ে দিতে চাই, আমার ছেলের ক্যারিয়ার শুরু হচ্ছে। আমি মনে মনে একটা সংকল্প করলাম। আমি ছেড়ে দিচ্ছি, ও পরে (জুনায়েদের পরবর্তী ছবি) কাজ করুক বা না করুক, আমি এটা স্বাধীনভাবে করছি। বাবা হিসেবে আমি ত্যাগ স্বীকার করতে চেয়েছি।’
 

Link copied!