• ঢাকা
  • রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ২৮ পৌষ ১৪৩০, ১২ রজব ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিয়ে করছেন প্রভাস, পাত্রী কে?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫, ১১:৪৫ এএম
বিয়ে করছেন প্রভাস, পাত্রী কে?
নায়ক প্রভাস। ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতের জনপ্রিয় নায়ক প্রভাস বরাবরই আলোচনার তুঙ্গে। বাহুবলীর সাফল্যের পর বিশ্বব্যাপী তার ভক্ত🅷 অনুরাগী এখন অগনিত। তাই প্রভাসকে ঘিরে অনুরাগীদের আগ্রহের কমতি নেই। বিশেষ করে তার ব্যক্তিগত জীবন নিয়ে। এখন পর্যন্ত একাধিক অভিনেত্রীর স💝ঙ্গে তার নাম জড়িয়েছে প্রভাসের। 

বিশেষ করে ‘বাহুবলী’র সময় থেকে আনুশকা শেঠির সঙ্গে তার না🌼ম জড়ানোর পর থেকে এই আলোচনা আরও তীব্র হয়। অনেকেই ধরে নিয়েছিলেন, আনুশকাকেই হয়তো বিয়ে করবেন প্রভাস। তবে এতদিনে সেই গুঞ্জন সত্যি হয়নি। শুধু আনুশকা নয়। বলিউডের কৃতি শ্যাননের সঙ্গেও নাম জড়িয়েছিল প্রভাসের। ‘আদিপুরুষ’ সিনেমার শুটিংয়ের সময়ে দুজনকে নিয়ে♈ গুঞ্জন রটেছিল।

প্রভাসের সমসাময়িক অনেক তারকাই বিয়ে করে সংসারী হয়েছেন। তবে তিনি এখনো সিঙ্গেলই রয়েꦇ গেছেন। তবে অপেক্ষার পালা বোধহয় শেষ হতে চলেছে। ✱জোর গুঞ্জন শোনা যাচ্ছে, অবশেষে নাকি বিয়ের পিঁড়িতে বসছেন দক্ষিণী এই তারকা।

সম্প্রতি ‘আনস্টপেবল উইথ এনবিকে সিজন ৪’ টক শোতে প্রভাসের সম্ভাব্য বিয়ে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন প্রভাসের বন্ধু এবং সহ-অভিনেতা রাম চরণ। যদিও প্রভাস বা তার টিম থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ভক্তদের মাঝে এই খবরটি নিয়ে উত্তেজনার পারদ চড়ছে।
রাম চরণ বলেন, খুব শি🌼গগিরই নাকি বিয়ে করতে চলেছেন প্রভাস। পাত্রী নাকি অন্ধ্রপ্রদেশের গণপভরামের মেয়ে।

এরইমধ্যে দক্ষিণী বাণিজ্য বিশ্লেষক মনোবালাও বিজয়বালানের একটি টুইট ঘিরেও অনুরাগীদের কৌতুহল তুঙ্গে। এক্স হ্যান্ডেলে (টুইটার) তিনি প্রভাসের নাম লিখে তার সঙ্গে নবদম্পতির ইমো𒀰জি জুড়ে দিয়েছেন। এই পোস্টে দেখেই কৌতূহল প্রকাশ করতে শুরু করেন অনুরাগীরা। 

Link copied!