• ঢাকা
  • রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ২৮ পৌষ ১৪৩০, ১২ রজব ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


চ্যাম্পিয়ন্স ট্রফি

অভিজ্ঞদের নিয়েই শক্তিশালী দল ঘোষণা নিউজিল্যান্ডের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫, ০১:৪৫ পিএম
অভিজ্ঞদের নিয়েই শক্তিশালী দল ঘোষণা নিউজিল্যান্ডের
নিউজিল্যান্ড ক্রিকেট দল। ছবি : ক্রিকইনফো

২০০০ সালের শিরোপাজয়ী ও ২০০৯ সালের রানার্সআপ নিউজিল্যান্ড আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য﷽ অভিজ্ঞদের নিয়েই শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে।

চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট আসর শুরু হতে এখনও হাতে রয়েছে এক মাসের বেশি সময়। তবে দল ঘোষণার জন্য আইসিসির বেঁধে দেওয়া সময় ১২ জানুয়ারি। এরই মধ্যে দল ঘোষণা করেছে নি๊উজিল্যান্ড।

আইসিসির এই বড় প্রতিযোগিতাতেও কিউইদের অধিনায়কত্ব সামলাবেন সদ্য শ্রীলঙ্কার বি💟রুদ্ধে সফ♑ল হওয়া মিচেল স্যান্টনার। তিন নবাগত তরুণ পেসার উইল ও‍‍`ররকি, বেন সিয়ার্স এবং নাথান স্মিথকে রাখা হয়েছে দলে।

অলরাউন্ডারদের মধ্যে স্যান্টনার নিজে তো আছেনই; এছ🎃াড়াও রয়েছে মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ফিলিপস, রাচিন রাবিন্দ্রের মতো তারকারাও। এছাড়াও দলে রয়েছেন সিনিয়র ক্রিকেটার সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন, টেস্ট দলের অধিনায়ক টম লাথাম।

মিচেল স্যান্টনার, টম লাথাম এবং কেন উইলিয়ামসন গতবারের ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলেছিলেন। তাদের মধ্যে কেন উইলিয়াম🎀সন তো তার আগেরবার ইংল্যান্ড💎েও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে গিয়েছিলেন। এদিকে বোলিংয়ে নেতৃত্ব দেবেন ম্যাট হেনরি, সঙ্গে থাকছেন লুকি ফার্গুসন।

রিজার্ভ ক্রিকেটারের তালিকায় রাখা হয়েছে🍒 জ্যাকব 🉐ডাফির নাম। লুকি ফার্গুসন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কারণে যদি নিজের নাম সরিয়ে নেন তবে স্কোয়াডে ঢুকে পড়বেন এই পেসার।

১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভি💦যান শুরু হবে নিউজিল্যান্ডের।

নিউজিল্যান্🌳ড স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম লাথাম, ড্যারিল মিচেল, উইল ও’ররকি, গ্লেন ফিলিপস, রাচিন রাবিন্দ্র, বেন সিয়ার্স, নাথান স্মিথ,꧑ কেন উইলিয়ামসন এবং উইল ইয়ং।

Link copied!