বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের অভিষেক হয়ে গেল আমেরিকার মেজর♔ লিগ ক্রিকেটে (এমএলসি)। সেখানেও তিনি নিজের অভিষেক রাঙিয়ে রাখলেন। ১২ রানে জিতল তার দল লস অ্যাঞ্জলস নাইট রাইডার্স।
শনিবার (৬ জুলাই) নিজেদের প্রথম ম্যাচে নাইট রাইডার্সের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। দলের হয়ে🍨 ৪ নম্বরে ব্যাটিংয়ে নেমে খেলেন ১৩ বলে ১৮ রানের ইনিংস। এরপর বল হাতেও গুরুত্বপূর্ণ একটি উইকেট নিয়েছেন।
ꦦএর আগে, শুক্রবার থেকে শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজি লিগটির দ্বিতীয় আসর।
ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে নাইট রাইডার্স। জবাবে খেলতে নেমে ১৫০ রানে থামে টেক্সাস সুপার কিংসের ইনিংস। বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে ডেভন কনওয়ে ও ফাফ ডু প্লেসি মিলে ৩০ রান যোগ করেন ওপেনিংয়ে। ডু প্লেসি ১৪ রান করে ফেরার পর অ্যারন হার্ডি ফিরে✱ছেন ১৪ বলে ১১ রান করে। এরপর কনওয়ে আউট🌠 হয়ে যান ৩৯ বলে ৫৩ রান করে। স্টাম্প উপড়ে ফেলা আলি খানের সেই ডেলিভারিতেই ম্যাচের মোড় পাল্টে যায়।
এরপর জশুয়া ট্রম্পের ১৪ বলে ১৮ ও ক্ল্যাভিন স্যাভেজের ১৮ বলে ২৯ রানেও জয় তুলে নিতে পারেনি টেক্সাস। দলের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়ে নাইট রাইডার্সের সেরা বোলার আলি খান। ২টি উইকেট নিয়েছেন স্পেন্সার জনসন। একটি করে উইকেট নেন সাকিব ও সুনীল নার⛎িন।