• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সৌদিতে নিষেধাজ্ঞার কবলে রোনালদো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ০৮:৫৪ এএম
সৌদিতে নিষেধাজ্ঞার কবলে রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

দর্শকদের প্রতি বাজে অঙ্গভঙ্গির দায়ে সৌদি প্র♏ো লিগে ক্রিস্টিয়ানো রꦆোনালদোকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। সেইসঙ্গে ৩০ হাজার সৌদি রিয়াল জরিমানাও করা হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সৌদি ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি ꧃অ্যান্ড এথিকস কমিটি এই রা♎য় দিয়েছে।

এ নিষেধাজ্ঞার ফলে আল নাসরের সামনের ম্যাচে খেলতে পারবেন না এই পর্তুগিজ তারকা। &nb🐼sp;

রয়টার্স জানিয়েছে, জরিমানার মধ্যে ১০ হাজা🙈র রিয়াল দিতে হবে সৌদি ফুটবল ফেডারেশনকে। আর অভিযোগ প্রস্তুতকরণ খরচবাবদ আল শাবাবকে ২০ হাজার রিয়াল। রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই বলে জানিয়েছ🌱ে কমিটি।

রোববার আল শাবাবের বিপক্ষে ম্যাচে রোনালদোর প্রতি🤡ক্রিয়া ক্ষুব্ধ করে অনেককেই। ম্যাচের সময় শাবাবের এক দল দর্শক ‘মেসি মেসি’ শব্দে আওয়াজ তুললে এক পর্যায়ে তাদের দিকে তাকিয়ে বাজে অঙ্গভঙ্গি করেন রোনালদো।

ওই সময়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সৌদি আরবের সংবাদমাধ্যম আর-রিয়াদিয়া জানিয়েছে, ওই দিনের ঘটনা বিষয়ে রোনালদোর কাছে ব্যাখ্যা চেয়েছিল সৌদি ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি অ্যান্ডꦰ এথিকস কমিটি। রোনালদো কমিটিকে জানান, তিনি কোনো দৃষ্টিকটু আচরণ করেননি। যা করেছেন, তা ইউরোপীয় ফুটবলে সাধারণ ব্যাপার। আর সব ক্লাব ও খেলোয়াড়ের প্রতিই তার পূর্ণ শ্রদ্ধা আছে।

 

Link copied!