লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর যুগ শেষ। গত ২১ বছর মেসি (৮ বার) ও রোনালদো (৫ বার) দুজনে মিলে ১৩ বার জিতেছেন বিশ্ব ফুটবলের জনপ্রিয় পুরস্কার ব্যালন ডি`অর। কিন্তু সংক্ষিপ্ত তালিকায় তারা ছিলেন ২১ বছরই। এবার তারা তালিকাতেই ছিলেন না। এদিকে, পুরস্কারটি পাওয়ার সম্ভাবনার তালিকায় এক নম্বরে ছিলেন ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র। গত প্রায় এক সপ্তাহ ধরে রিয়াল মাদ্রিদের 💎এই তারকার নাম বলা হচ্ছিল বিজয়ী হিসেবে। কিন্তু সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিশ্বকে চমকে দিয়ে ভিনিসিয়ুসকে হারিয়ে এই মহাগৌরবের অধিকারী হলেন ম্যানচেস্টার সিটি ও স্পেনের রদ্রি। সোমবার রাতে প্যারিসে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়। সেরা তিনে থাকা অপর রিয়াল তারকা বেলিংহামও রদ্রির জোয়ারে ছিটকে পড়েন। তিনি হন তৃতীয়। নারী বিভাগে টানা দ্বিতীয় বারের মতো বিজয়ী হন স্পেনেরই বনোমাতি। এছাড়া, সেরা গোলদাতা💜 হয়েছেন হ্যারি কেন ও এমবাপে।এমবাপে অবশ্য পুরস্কার গ্রহণকালে উপস্থিত ছিলেন না। সেরা তরুণ খেলোয়াড় হয়েছেন লামিনে ইয়ামাল। সেরা গোলকিপার হয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ও আস্টন ভিলার মার্টিনেজে। সেরা কোচ হয়েছেন আনচেলেত্তি। সেরা পুরুষ ক্লাব রিয়াল মাদ্রিদ, সেরা নারী ক্লাব বার্সেলোনা।