• ঢাকা
  • বুধবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৪, ২০ ভাদ্র ১৪৩১, ৩০ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নতুন রানী পাচ্ছে উইম্বলডন, ফাইনালে পাওলিনি ও ক্রেচিকোভা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১২, ২০২৪, ০৬:২৮ এএম
নতুন রানী পাচ্ছে উইম্বলডন, ফাইনালে পাওলিনি ও ক্রেচিকোভা
ছবি: প্রতীকী

বছরের তৃতীয় গ্রান্ড স্লাম 🏅টেনিস আসর উইম্বলডনে এবার নতুন রানীর দেখা মিলবে। প্রথম বারের মতো ফাইনালে উঠেছেন ইতালির সপ্তম বাছাই জেসমিন পাওলিনি ও চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেচিকোভা। 

বৃহস্পতিবার দুই সেমিফাইনালে তারা জয়ী হয়েছেন। এ ছাড়া, এই প্রথম ইতালি🐬র কোন নারী টেনিস খেলোয়াড় উইম্বলডনের ফাইনালের টিকিট লাভ করলেন। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার ডোনা🐲 ভেকিচকে ২ ঘণ্টা ৫১ মিনিটের ম্যারাথন খেলায় হারিয়ে দেন পাওলিনি। 

উইম্বলডনের ইতিহাসে নারী সেমিফাইনা💜লে এটাই সবচেয়ে দীর্ঘ সময়ꦺের ম্যাচ। তিনি ম্যাচটি জেতেন ২-৬, ৬-৪ ও ৭-৬ সেটে। মাত্র এক মাস আগে বছরের দ্বিতীয় গ্রান্ড স্লাম ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেছিলেন পাওলিনি।    

যুক্তরাষ্ট্রের সাবেক তারকা সেরেনা উইলিয়ামস ২০০৮ সালে উইম্বলডন ও ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ওঠার কৃতিত্ব দেখান। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে বিশ্বের এক নম্বর খেলোয়াড় পোল্যান্ডের ইগা সুয়া𓂃তেকের কাছে হেরে রানারআপ হয়েছিলেন পাওলিনি। 

অপর সেমিফাইনালও শেষ হয় তিন সেটে। সেখানে চতুর্থ বাছাই এলেনা রাইবাকিনাকে ৩-৬, ৬-৩ ও ৬-৪ সেটে হারিয়ে দেন ক্রেচিকোভꦚা।

Link copied!